স্যামুয়েল বোর্ন
স্যামুয়েল বোর্ন (ইংরেজি: Samuel Bourne) (৩০শে অক্টোবর, ১৮৩৪ - ২৪শে এপ্রিল, ১৯১২) একজন ব্রিটিশ আলোকচিত্রশিল্পী। তিনি মূলত ১৮৬৩ থেকে ১৮৭০ খ্রিষ্টাব্দের মধ্যে ভারতের আলোকচিত্রকর্মের জন্য বিখ্যাত । তিনি ১৮৬৩ খ্রিষ্টাব্দে সিমলাতে চার্লস শেফার্ডের সাথে বার্ন অ্যান্ড শেফার্ড নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন । পরে এর একটি শাখা কলকাতায় খোলা হয় যা এখনও বর্তমান আছে ।

স্যামুয়েল বোর্ন, ১৮৬৪ খ্রিষ্টাব্দে
স্যামুয়েল বোর্নের তোলা কিছু আলোকচিত্র
- ১৮৬০ খ্রিষ্টাব্দে তাজ মহল
- গঙ্গার অপর পার থেকে ১৮৬৬ খ্রিষ্টাব্দে তোলা হরিদ্বারের ছবি
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.