হেনরি ডুনান্ট

জীন হেনরি ডুনান্ট (ইংরেজি: Jean Henri Dunant) (জন্ম: ৮ মে, ১৮২৮- মৃত্যু: ৩০ অক্টোবর, ১৯১০) একজন সুইস ব্যবসায়ী এবং সমাজকর্মী। ১৮৫৯ সালে তার একটি ব্যবসায়িক সফরে, তিনি ইতালির সলফেরিনো যুদ্ধ প্রত্যক্ষ করেছেন। সলফেরিনোর স্মৃতি নামক বইয়ে তিনি তার সকল স্মৃতি ও অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন, যা পরবর্তীতে তাকে ১৮৬৩ সালে আন্তর্জাতিক রেডক্রস কমিটি প্রতিষ্ঠায় অনুপ্রেরনা দিয়েছিল। ডুনান্টের ধারনার উপর ভিত্তি করে ১৮৬৪ সালে জেনেভা কনভেনশন তৈরি হয়। ১৯০১ সালে ফ্রেদেরীক পাসীর সাথে সম্মিলিত ভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

হেনরি ডুনান্ট
বৃদ্ধ বয়সে ডুনান্ট
জন্ম(১৮২৮-০৫-০৮)৮ মে ১৮২৮
মৃত্যু৩০ অক্টোবর ১৯১০(1910-10-30) (বয়স ৮২)
জাতীয়তাসুইস, ফরাসি
পেশাসমাজকর্মী, ব্যবসায়ী, লেখক
পরিচিতির কারণরেড ক্রসের প্রতিষ্ঠাতা
পিতা-মাতাজীন-জ্যাকুইস ডুনান্ট
আন্তইনিত্তি ডুনান্ট-কলাডন
পুরস্কারশান্তিতে নোবেল পুরস্কার (১৯০১)

জন্ম ও শিক্ষাজীবন

কর্মজীবন

গবেষনা

মৃত্যু

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.