১০ মে
১০ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩০তম (অধিবর্ষে ১৩১তম) দিন। বছর শেষ হতে আরো ২৩৫ দিন বাকি রয়েছে।
<< | মে | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | |
২০১৯ |
ঘটনাবলী
- ১৬১২ - মুঘল সম্রাট শাহ জাহানের সাথে মুমতাজ মহলের বিয়ে হয়।
- ১৯৯৪ - দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নেলসন ম্যান্ডেলা।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মেক্সিকো।
জন্ম
- ১৬৬১ - জাহানদার শাহ, মুঘল সম্রাট। (মৃ. ১৭১৩)
- ১৭৬০ - ক্লদ জোসেফ রুজে দ্য লিল, ফরাসি] জাতীয় সংগীতের লেখক। (মৃ. ১৮৩৬)
- ১৮৯৯ - ফ্রেড অ্যাস্টেয়ার, মার্কিন নৃত্যশিল্পী, গায়ক, অভিনেতা, নৃত্য পরিচালক ও টেলিভিশন উপস্থাপক। (মৃ. ১৯৮৭)
- ১৯০২ - ডেভিড ও. সেলৎসনিক, মার্কিন চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার ও স্টুডিও নির্বাহী। (মৃ. ১৯৬৫)
- ১৯০৫ - পঙ্কজ কুমার মল্লিক, ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও অভিনেতা। (মৃ. ১৯৭৮)
- ১৯৩০ - জর্জ এলউড স্মিথ, মার্কিন বিজ্ঞানী, নোবেল বিজয়ী।
- ১৯৬৬ - ডেভিড ম্যাকেন্জি, স্কটল্যান্ডীয় চলচ্চিত্র পরিচালক।
- ১৯৬৯ - ডেনিস বের্গকাম্প, ওলন্দাজ ফুটবল খেলোয়াড়।
- ১৯৭২ - স্টুয়ার্ট কার্লাইল, জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার।
- ১৯৭৪ - সিল্ভ্যাঁ উইল্টর্ড, ফরাসি ফুটবল খেলোয়াড়।
- ১৯৯৫ - শিহান মাদুশঙ্কা, শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার।
মৃত্যু
- ১৮৪৯ - হোকুসাই, জাপানি চিত্রশিল্পী। (জ. ১৭৬০)
- ১৯৬২ - অবিনাশচন্দ্র ভট্টাচার্য, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
- ১৯৭৭ - জোন ক্রফোর্ড, মার্কিন অভিনেত্রী। (জ. ১৯০৪)
- ২০০২ - কাইফি আজমি, ভারতীয় কবি। (জ. ১৯১৯)
- ২০০২ - রবি নিয়োগী, বাংলাদেশী বামপন্থি রাজনীতিবিদ। (জ. ১৯০৯)
- ২০০৪ - এরশাদ শিকদার, বাংলাদেশী অপরাধী ও সিরিয়াল কিলার।
- ২০১৩ - আবদুল মালেক চুন্নু, বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড়।
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১০ মে সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.