১ জুলাই
১ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮২তম (অধিবর্ষে ১৮৩তম) দিন। বছর শেষ হতে আরো ১৮৩ দিন বাকি রয়েছে।
<< | জুলাই | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ | |||
২০১৯ |
ঘটনাবলী
- ১৯২১ - ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
- ২০১৬ - বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি রেস্তোরায় আইএসআইএস (ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ট) কর্তৃক আক্রমণ হয়।
জন্ম
- ১৬৪৬ - গট্ফ্রিড লিবনিত্স, জার্মান দার্শনিক ও গণিতবিদ।
- ১৮৮২ - বিধান চন্দ্র রায়, চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী।
- ১৯০৩ - আবুল ফজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।
- ১৯২৩ - হাবীবুর রহমান, বাঙালি কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক।
- ১৯২৮ - মীর কাশেম খান, একুশে পদক বিজয়ী বাঙালি সেতারবাদক, সুরকার ও সঙ্গীত পরিচালক। (মৃ. ১৯৮৪)
- ১৯৩০ - মুস্তফা আক্কাদ, সিরীয়-আমেরিকান পরিচালক ও প্রযোজক।
- ১৯৩২ - এম এন আখতার, বাংলাদেশি গীতিকার, সুরকার ও শিল্পী।
- ১৯৪০ - সৈয়দ আব্দুল হাদী - বাংলাদেশি সঙ্গীত শিল্পী।
- ১৯৪৮ - ডলি আনোয়ার, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৬১
- কার্ল লুইস, মার্কিন ক্রীড়াবিদ।
- প্রিন্সেস ডায়ানা, যুক্তরাজ্যের যুবরাজ্ঞী।
- ১৯৭৬ - রুড ভ্যান নিস্টেল্রয়ি, ওলন্দাজ ফুটবলার।
মৃত্যু
- ১৮৩৯ - দ্বিতীয় মাহমুদ, উসমানীয় খলিফা ও ৩০তম উসমানীয় সুলতান। (জ. ১৭৮৫)
- ১৯৬২ - বিধানচন্দ্র রায়, প্রখ্যাত চিকিৎসক, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। (জ. ১৮৮২)
- ১৯৭১ - লিয়ারি কনস্ট্যান্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, আইনজীবী ও রাজনীতিবিদ। (জ. ১৯০১)
- ১৯৯৭ - রবার্ট মিচাম, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক, কবি, সুরকার ও গায়ক। (জ. ১৯১৭)
- ২০০০ - ওয়াল্টার ম্যাথাউ, মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা। (জ. ১৯২০)
- ২০০৪ - মার্লোন ব্রান্ডো, অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা। (জ. ১৯২৪)
ছুটি ও অন্যান্য
- চিকিৎসক দিবস (ভারত);
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস (বাংলাদেশ)।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.