৪ সেপ্টেম্বর

৪ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৭তম (অধিবর্ষে ২৪৮তম) দিন। বছর শেষ হতে আরো ১১৮ দিন বাকি রয়েছে।

১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ঘটনাবলী

  • ৪৭৬ - সর্বশেষ পশ্চিমা রোমান সম্রাট রোমুলাস অগাস্টাস ক্ষমতা হারান। তখন ওডোয়াসের (Odoacer) নিজেকে ইতালির রাজা ঘোষণা করেন।
  • ১২৬০ - ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৭০ - ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে অপসারণ করে তৃতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
  • ১৮৯৪ - নিউইয়র্ক শহরে ১২,০০০ দর্জি ধর্মঘট করে।
  • ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যরা ওয়েক দ্বীপে আত্মসমর্পণ করে।
  • ১৯৭২ - মিউনিখের অলিম্পিক গণহত্যা, ইসরাইলী অ্যাথলেটদের প্যালেস্টাইনীরা জিম্মি করে।
  • ১৮৮২- মাকি্ন বিজ্ঞানী এডিসন বিদ্যুৎ বিতরন ব্যবস্হা আবিষ্কার করেন।।
  • ১৮৮৫- নিউইয়কে প্রথম ক্যাফেটারিয়া চালু হয়।
  • ১৮৮৮- জজ ইষ্টমান ক্যামেরার রোল ফিল্ম প্যাটেন্ট করেন।
  • ১৮৩৩- সংবাদপত্র বিতরনের জন্য বাচ্চা ছেলে নিয়োগ করা হয়।
  • ১৯৫৬- আই বি এম THE IBMRAMAC305 নামক কমপিউটর বাজারে আনে যেটা চৌম্বকীয় তথ্য সংরক্ষণ করতে পারে।
  • ১৯৩০- লন্ডনে কেম্ব্রিজ থিয়েটার চালু হয়।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

  • বিশ্ব হিজাব সংহতি দিবস ৷

বহিঃসংযোগ

বিবিসি: এই দিনে (ইংরেজি)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.