লিওনার্ড ফ্রে
লিওনার্ড ফ্রে (ইংরেজি: Leonard Frey; ৪ সেপ্টেম্বর ১৯৩৮ - ২৪ আগস্ট ১৯৮৮)[1] ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি ফিডলার অন দ্য রুফ চলচ্চিত্রের অভিনয়ের জন্য সর্বাধিক স্মরণীয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
লিওনার্ড ফ্রে | |
---|---|
Leonard Frey | |
জন্ম | ব্রুকলিন, নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র | ৪ সেপ্টেম্বর ১৯৩৮
মৃত্যু | ২৪ আগস্ট ১৯৮৮ ৪৯) ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
মৃত্যুর কারণ | এইডস |
জাতীয়তা | মার্কিন |
শিক্ষা | নেইবারহুড প্লেহাউজ স্কুল অব দ্য থিয়েটার |
পেশা | অভিনেতা |
কার্যকাল | ১৯৫৯-১৯৮৮ |
ফ্রের মঞ্চে অভিষেক হয় অফ-ব্রডওয়ে মঞ্চের লিটল ম্যারি সানশাইন নাটক দিয়ে এবং তিনি দ্য ন্যাশনাল হেলথ নাটকে অভিনয় করে মঞ্চনাটকে শ্রেষ্ঠ চরিত্র অভিনেতা বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
প্রারম্ভিক জীবন
ফ্রে ১৯৩৮ সালের ৪ঠা সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। তিনি জেমস ম্যাডিসন হাই স্কুলে পড়াশোনা করেন এবং পরে চিত্রশিল্পী হওয়ার লক্ষ্যে কপার ইউনিয়নে শিল্পকলা বিষয়ে অধ্যয়ন করেন। কিন্তু পরে তিনি তার লক্ষ্য পরিবর্তন করে অভিনেতা হওয়ার জন্য নেইবারহুড প্লেহাউজ স্কুল অব দ্য থিয়েটারে ভর্তি হন।[1]
মৃত্যু
ফ্রে এইচআইভি/এইডসে আক্রান্ত হয়ে ১৯৮৮ সালের ২৪শে আগস্ট ৪৯ বছয় বয়সে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের বেথ ইসরায়েল হাসপাতালে মৃত্যুবরণ করেন।[2]
তথ্যসূত্র
- গুসো, মেল (২৫ আগস্ট ১৯৮৮)। "Leonard Frey, Actor, Dies at 49; Was in 'Fiddler' and Other Films"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৮।
- "Leonard Frey, Tailor in 'Fiddler,' Dies of AIDs"। লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। ২৫ আগস্ট ১৯৮৮। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
- অলমুভিতে লিওনার্ড ফ্রে (ইংরেজি)
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজ লিওনার্ড ফ্রে (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে লিওনার্ড ফ্রে
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে লিওনার্ড ফ্রে
(ইংরেজি) - রটেন টম্যাটোসে লিওনার্ড ফ্রে (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে লিওনার্ড ফ্রে
(ইংরেজি)