১১ জানুয়ারি
১১ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১তম দিন। বছর শেষ হতে আরো ৩৫৪ (অধিবর্ষে ৩৫৫) দিন বাকি রয়েছে।
<< | জানুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
২০১৯ |
ঘটনাবলী
- ১৬৯৩ - ইতালির সিসিলিতে মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট শক্তিশালী ভূমিকম্পে সিসিলি ও মাল্টায় ব্যপক ধ্বংসযজ্ঞ।
- ১৮৭৯ - এ্যাংলো-জুলু যুদ্ধ শুরু।
- ১৯০৮ - গ্রান্ড ক্যানিয়ন জাতীয় সৌধ তৈরী করা হয়।
- ১৯৭২- মঙ্গোলিয়া এবং পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- ১৯২২ - মানবদেহে ডায়াবেটিস রোগের জন্য প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার।
জন্ম
- ১৮৪২ - উইলিয়াম জেম্স, মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক।
- ১৮৬৬ - লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী, ভারতীয় আলোকচিত্র শিল্পী
- ১৯৩৪ - টোনি হোর, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।
- ১৯৩৮ - মীর শওকত আলী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
- ১৯৪২ - আঞ্জুমান আরা বেগম, একুশে পদক বিজয়ী বাংলাদেশী সঙ্গীতশিল্পী। (মৃ. ২০০৪)
- ১৯৪৫ - সাইমন ড্রিং, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা।
মৃত্যু
- ২০০৮ – এড্মান্ড হিলারি নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং অভিযাত্রী।
- ২০১৪
- এরিয়েল শ্যারন, ইসরায়েলের ১১তম প্রধানমন্ত্রী।
- মুহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশের বিচারপতি।
- ২০১৫- চাষী নজরুল ইসলাম, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক।
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১১ জানুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.