সিসিলি

সিসিলি (/ˈsɪsɪli/ SISS-i-lee; ইতালীয়: Sicilia [siˈtʃiːlja], টেমপ্লেট:Lang-scn) হল ভূমধ্যসাগরের সর্ববৃহৎ দ্বীপ। এটি পার্শ্ববর্তী ছোট ছোট দ্বীপসমূহ নিয়ে ইতালির একটি সাংবিধানিক স্বায়ত্তশাসিত অঞ্চল, যা সিসিলিয়ান অঞ্চল নামে পরিচিত।

সিসিলি
Sicilia
ইতালির স্বায়ত্বশাসিত অঞ্চল

পতাকা

প্রতীক
দেশ ইতালি
রাজধানীPalermo
সরকার
  সভাপতিRosario Crocetta (Democratic)
আয়তন
  মোট২৫৭১১ কিমি (৯৯২৭ বর্গমাইল)
জনসংখ্যা (as of 30 September 2015)
  মোট৫০,৭৭,৪৮৭.৪
বিশেষণSicilian(s) (English), Siciliano, Siciliani (Italian)
নাগরিকত্ব[1]
  ইতালীয়98%
সময় অঞ্চলসিইটি (ইউটিসি+১)
  গ্রীষ্মকালীন (দিসস)সিইএসটি (ইউটিসি+২)
জিডিপি/নামমাত্র€87/ $116 [2] বিলিয়ন (2014)
মাথাপিছু জিডিপি€17,000/ $23,000 [2] (2014)
এনইউটিএস অঞ্চলITG
ওয়েবসাইটhttp://pti.regione.sicilia.it

সিসিলি ইতালীয় উপদ্বীপের দক্ষিণে, ভূমধ্যসাগরের মাঝ বরাবর অবস্থিত, যা মূল ভূখণ্ড থেকে মেসিনার সংকীর্ণ স্ট্রেইট দ্বারা পৃথক হয়েছে। এর অধিকাংশ ভূমি মাউন্ট এটনের, যা ইউরোপের সবচেয়ে উচুঁ ও সক্রিয় আগ্নেয়গিরি[3] এবং পৃথিবীর সর্বাধিক সক্রিয় আগ্নেয়গিরির একটি, বর্তমানে যার উচ্চতা হল ১০,২৯২ ফুট (৩,৩২৯ মিটার)। এ দ্বীপটিতে ভূমধ্যসাগরীয় আবহাওয়া ও জলবায়ু বিরাজমান।

সিসিলির রয়েছে উন্নত ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষকরে স্থাপত্য, সঙ্গীত, সাহিত্য, রন্ধন বিষয়ে।

রাজনীতি

প্রশাসনিক বিভাগ

সিসিলি প্রশাসনিকভাবে নয়টি প্রদেশে বিভক্ত, যেগুলোর নাম তাদের রাজধানীর নামে নামকরণ করা হয়েছে অর্থাৎ প্রদেশ ও প্রদেশের রাজধানীর নাম একই। পাশ্ববর্তী ছোট ছোট দ্বীপসমুহ এসব সিসিলীয় প্রদেশের অংশ;

তথ্যসূত্র

  1. "Statistiche demografiche ISTAT"। Demo.istat.it। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১০
  2. http://ec.europa.eu/eurostat/documents/2995521/7192292/1-26022016-AP-EN.pdf/602b34e8-abba-439e-b555-4c3cb1dbbe6e
  3. "Etna & Aeolian Islands 2012 – Cambridge Volcanology"। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.