২৩ জানুয়ারি
২৩ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩তম দিন। বছর শেষ হতে আরো ৩৪২ (অধিবর্ষে ৩৪৩) দিন বাকি রয়েছে।
<< | জানুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
২০১৯ |
ঘটনাবলী
- ১৯৫০ - নেসেট কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা।
- ১৯৬৭ - সাবেক সোভিয়েত ইউনিয়ন ও আইভরি কোস্টের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
- ১৯৬৮ - নিজ জলসীমায় গোয়েন্দাগিরির অভিযোগে উত্তর কোরিয়া কর্তৃক ইউএসএস পিউব্লো (এজিইআর-২) জাহাজ আটক।
- ১৯৯৭ - মার্কিন যুক্তরাষ্ট্রের ১ম নারী হিসেবে মেডেলিন অলব্রাইট সেক্রেটারী অব স্ট্যাট নিযুক্ত হন।
- ২০০২ - পাকিস্তানের করাচীতে সাংবাদিক ড্যানিয়েল পার্ল অপহৃত হন এবং পরবর্তীতে নিহত হন।
জন্ম
- ১৮২৩ - প্যারীচরণ সরকার, একজন শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা।
- ১৮৬২ - ডেভিড হিলবার্ট, জার্মান গণিতবিদ।
- ১৮৯৭ - নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক।
- ১৮৯৮ - সের্গে আইজেনস্টাইন, সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক।
- ১৯৪২ - রাজ্জাক, বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।
- ১৯৪৭ - মেঘবতী সুকর্ণপুত্রী, ইন্দোনেশিয়ার ৫ম প্রেসিডেন্ট।
- ১৯৫২ - ওমর হেনরী, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
- ১৯৭১ - এডাম প্যারোরে, নিউজিল্যান্ডের উইকেটরক্ষক (ক্রিকেট)।
- ১৯৭৭ - কমল হীর, পাঞ্জাবী গায়ক ও সংগীতশিল্পী।
- ১৯৮৪ - আর্ইয়েন রবেন, ওলন্দাজ ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
- ১৯০৯ - নবীনচন্দ্র সেন, বাংলা সাহিত্যের একজন কবি।
- ১৯৫৮ - এডনা পারভায়েন্স, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী। (জ. ১৮৯৫)
- ১৯৮৯ - সালভাদর দালি, স্পেনীয় চিত্রকর।
- ২০১২ - অমল বোস, বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন অভিনেতা।
ছুটি ও অন্যান্য
- নেতাজি জয়ন্তী (ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম ও ওডিশা রাজ্য)
- জাতীয় প্রশিক্ষণ দিবস (বাংলাদেশ)
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২৩ জানুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.