২ জানুয়ারি
২ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের দ্বিতীয় দিন। বছর শেষ হতে আরো ৩৬৩ (অধিবর্ষে ৩৬৪) দিন বাকি রয়েছে।
<< | জানুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
২০১৯ |
ঘটনাবলী
- ১৪৯২ - গ্রানাডার মুসলিমদের পতন। রানী ইসাবেলা ও রাজা ফার্ডিন্ডের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ।
- ১৭৫৭ - ব্রিটিশদের কলকাতা দখল।
- ১৭৭৭ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটনের নেতৃত্ব আমেরিকান বাহিনী নিউ জার্সিতে ব্রিটিশ বাহিনীর হামলার মুখে পড়ে।
- ১৭৮৮ - জর্জিয়া আমেরিকার চতুর্থ রাজ্য হিসাবে যুক্ত।
- ১৯০৫ - রাশিয়া-জাপান যুদ্ধ: পোর্ট আর্থারে রাশিয়ান গ্যারিসনের জাপানের কাছে আত্ম সমর্পন।
- ১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ব্রিটেনে জার্মানির বিমান হামলা।
- ১৯৪২ - আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেসন(এফবিআই) জার্মান গুপ্তচরের ৩৩ জনের একটা দলকে দলনেতা ফ্রিটজ জুবার্ট ডোকোনস সহ গ্রেফতার করে। এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি গুপ্তচর গ্রেফতারের ঘটনা।
- ১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপান বাহিনী ফিলিপাইনের ম্যানিলা দখল করে।
- ১৯৪৫ - জার্মানির নুরেম বার্গে মিত্র বাহিনীর বোমা হামলা।
- ১৯৫৫ - পানামার প্রেসিডেন্ট জোসে এ্যান্টিনিও রেমন কেন্টারা আততায়ীর হাতে নিহত।
জন্ম
- ১৮২২ - রুডলফ ক্লসিয়াস, জার্মান পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৮৮৮)
- ১৯৬০ - রমন লাম্বা, ভারতীয় ক্রিকেট খেলোয়াড়।
- ১৯১৭
- আহসান হাবীব, বাংলাদেশি কবি ও শিশু সাহিত্যিক।
- শওকত ওসমান, বাংলাদেশি ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
- ১৯২০ - আইজাক আসিমভ, মার্কিন বিজ্ঞান কল্পকাহিনী লেখক।
- ১৯৪৮
- মেরি আর্চার, ব্রিটিশ বিজ্ঞানী।
- জুডিথ মিলার, মার্কিন সাংবাদিক।
- জয়েস ওয়াডলার, মার্কিন স্মৃতিকথা লেখক।
- ডেবোরা ওয়াটলিং, ব্রিটিশ অভিনেত্রী।
- ১৯৫৩ - শাহনাজ রহমতুল্লাহ, বাংলাদেশি সঙ্গীতশিল্পী। (মৃ. ২০১৯)
- ১৯৮১ - ম্যাক্সি রদ্রিগেজ, আর্জেন্টাইন ফুটবলার।
মৃত্যু
- ১৯৭৫ - সিরাজ সিকদার, বাংলাদেশের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা।
- ১৯৭৬ - শৈলজানন্দ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক।
ছুটি ও অন্যান্য
- জাতীয় সমাজসেবা দিবস (বাংলাদেশ)।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২ জানুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.