১৪ মে

১৪ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৪তম (অধিবর্ষে ১৩৫তম) দিন। বছর শেষ হতে আরো ২৩১ দিন বাকি রয়েছে।

১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ঘটনাবলী

  • ১৫৭৫ - খ্রিষ্টাব্দের এই দিনে এ্যাংগোলা পোর্তুগীজ ঔপনিবেশিক শক্তি দখল করে নেয়।
  • ১৬৪৩ - খ্রিষ্টাব্দের এই দিনে চতুর্দশ লুই মাত্র চার বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন।
  • ১৭৯৬ - খ্রিষ্টাব্দের এই দিনে এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টিকা দানের ক্ষেত্রে সফলতা অর্জন করেন।
  • ১৮১১ - খ্রিষ্টাব্দের এই দিনে স্পেনের শাসন থেকে প্যারাগুয়ে মুক্তি লাভ করে।
  • ১৮৮৯ - খ্রিষ্টাব্দের এই দিনে লন্ডনে শিশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সংস্থার উদ্বোধন হয়।
  • ১৯১৩ - খ্রিষ্টাব্দের এই দিনে নিউ ইয়র্কের গভর্নর উইলিয়াম সুলজার রকফেলার ফাউন্ডেশনের তহবিল অনুমোদন করেন। যার হিসাব শুরু হয় জন ডি রকফেলারের ১০০ মিলিয়ন ডলার অনুদানের অর্থ দিয়ে।
  • ১৯২৫ - খ্রিষ্টাব্দের এই দিনে ভার্জিনিয়া উলফ্-এর উপন্যাস ‘মিসেস ডলওয়ে’ প্রকাশিত হয়।
  • ১৯৩৯ - খ্রিষ্টাব্দের এই দিনে লিনা মেডিনা চিকিৎসা ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ মা হিসেবে চিহ্নিত হন। যার বয়স ছিল মাত্র পাঁচ বছর।
  • ১৯৪৪ - খ্রিষ্টাব্দের এই দিনে মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক জর্জ লুকাস এর জন্ম।
  • ১৯৪৮ - খ্রিষ্টাব্দের এই দিনে সর্বশেষ ব্রিটিশ সেনাদল ফিলিস্তিন ছাড়লে ইজরায়েল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।
  • ১৯৫৪ - খ্রিষ্টাব্দের এই দিনে আদমজী পাটকলে বাঙালী ও অবাঙালী শ্রমিকদের মধ্যে দাঙ্গা সংঘটিত হয়।
  • ১৯৫৫ - খ্রিষ্টাব্দের এই দিনে সোভিয়েত রাশিয়া ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে ওয়ার শ’ চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ২০১৮ - আয়ারল্যান্ড ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্টে তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম শতক করেন কেভিন ও’ব্রায়ান

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.