২৪ ফেব্রুয়ারি

২৪ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৫তম দিন। বছর শেষ হতে আরো ৩১০ (অধিবর্ষে ৩১১) দিন বাকি রয়েছে।

১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮

ঘটনাবলী

  • ১৩০৩ - রোসলিনের যুদ্ধ সংঘটিত হয়।
  • ১৩৮৬ - নেপলস ও হাঙ্গেরির রাজা তৃতীয় চার্লস বুদায় নিহত হন।
  • ১৭৩৯ - কারনালের যুদ্ধ: ইরানের শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।
  • ১৮২১ - মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায় সংঘটিত হয়।
  • ১৮৪৮ - ফ্রান্সের রাজা লুই ফিলিপের ক্ষমতাত্যাগ।
  • ১৯১৮ - এস্তোনিয়ার স্বাধীনতা ঘোষণা।
  • ১৯২০ - নাৎসি পার্টি গঠন করা হয়।
  • ১৯৪৫ - সংসদে একটি ডিক্রি পাঠ করার পর মিশরের প্রধানমন্ত্রী আহমাদ মাহির পাশা নিহত হন।
  • ১৯৫২ - ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েক দিন পরেই এটি পুলিশ ধ্বংস করে দেয়।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফিলিপাইন
  • ১৯৭৫- জাতির জনক শেখ মুজিবুর রহমান "বাকশাল" প্রতিষ্ঠা করেন।
  • ২০০৮ - ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন। তিনি কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে আরো ৩ বছর বহাল ছিলেন।

জন্ম

মৃত্যু

  • ১৬৬৬ - নিকোলাস লানিয়ার, ইংরেজ সুরকার ও চিত্রশিল্পী (জন্ম ১৫৮৮)
  • ১৭১৪ - এডমন্ড এন্ড্রুজ, ইংরেজ রাজনীতিবিদ, নিউ ইয়র্কের চতুর্থ কর্নেল গভর্নর (জন্ম ১৬৩৭)
  • ১৭৭৭ - পর্তুগালের রাজা প্রথম জোসেফ (জন্ম ১৭১৪)
  • ১৮১৫ - রবার্ট ফুলটন, আমেরিকান প্রকৌশলী (জন্ম ১৭৬৫)
  • ১৮৫৬ - নিকোলাই লেবাচেভস্কি, রুশ গণিতবিদ (জন্ম ১৭৯২)
  • ১৯১০ - উসমান হামদি বে, উসমানীয় প্রশাসক, বুদ্ধিজীবী, শিল্প বিশেষজ্ঞ (জন্ম ১৮৪২)
  • ১৯১৪ - জোশুয়া চেম্বারলেইন, আমেরিকান জেনারেল ও রাজনীতিবিদ, মাইনের ৩২তম গভর্নর (জন্ম ১৮২৮)
  • ১৯২৭ - এডওয়ার্ড মার্শাল হল, ইংরেজ আইনজীবী ও রাজনীতিবিদ (জন্ম ১৮৫৮)
  • ১৯৯৩ - ববি মুর, ইংরেজ ফুটবল খেলোয়াড়।
  • ১৯৯৯ - ড. আহমদ শরীফ, বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক।
  • ২০০১ - ক্লদ শ্যানন, মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী।
  • ২০১৬ - আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, বাংলাদেশি প্রত্নতাত্ত্বিক, গবেষক ও লেখক (জন্ম ১৯১৮)
  • ২০১৮ - শ্রীদেবী, ভারতীয় নায়িকা। (জ.১৯৬৩)

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.