১৫ মার্চ
১৫ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৭৪তম (অধিবর্ষে ৭৫তম) দিন। বছর শেষ হতে আরো ২৯১ দিন বাকি রয়েছে।
<< | মার্চ | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ | ||||||
২০১৯ |
ঘটনাবলী
- ১৪৯৩ – ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা অঞ্চল এর প্রথম ভ্রমণ শেষে স্পেন ফেরত যায়।
- ১৫৪৫ – ট্রেন্ট কাউন্সিল এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।
- ১৫৬৪ – মুঘল সম্রাট আকবর জিজিয়া কর তুলে দেন।
- ১৮২০ – যুক্তরাষ্ট্রের ২৩তম অঙ্গরাজ্য হিসেবে মেইন অন্তর্ভুক্ত হয়।
- ১৮৯২ – লিভারপুল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
- ১৮৪৮ - বুদাপেস্টে হাঙ্গেরীয় বিপ্লবের সূচনা।
- ১৮৭২ - ভারতীয় সাক্ষ্য আইন প্রবর্তন।
- ১৯১৭ - রাশিয়ার জার ক্ষমতা ত্যাগ করেন।
- ১৯৩৭ - শিকাগোতে পৃথিবীর প্রথম ব্লাডব্যাংক চালু।
- ১৯৪৮ - পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন।
- ১৯৭২ - বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা।
- ১৯৭৬ - নাইজারে ব্যর্থ অভ্যুত্থান সংঘটিত।
- ১৯৭৯ - ব্রাজিলে প্রেসিডেন্ট ফিগুয়ের্দোর নেতৃত্বে বেসামরিক সরকার ক্ষমতা লাভ করে।
- ১৯০৬ – রোলস-রয়েস লিমিটেড নিগমবদ্ধ হয়।
- ১৯৬১ – দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ অফ নেশনস থেকে প্রত্যাহার করে।
- ১৯৮৫ – প্রথম ইন্টারনেট ডোমেইন নাম নিবন্ধিত হয়। (symbolics.com)
- ১৯৯০ – মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়ন এর প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন।
- ২০১১ – সিরীয় অভ্যুত্থান (২০১১–২০১২) এর শুরু।
- ২০১৬ - বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের ঘটনার কারণে ব্যাংকের গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।
- ২০১৭ - বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলংকার পি. সারা ওভাল মাঠে নিজেদের ১০০ তম টেস্ট খেলতে নামে।
জন্ম
- ২৭০ – সেন্ট নিকোলাস, গ্রিক বিশপ।
- ১৭৬৭ – অ্যান্ড্রু জ্যাকসন, ব্রিটিশ-আমেরিকান জেনারেল, বিচারক, রাজনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৭ম সভাপতি।
- ১৮৫৪ - এমিল ভন বেহরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীব বিজ্ঞানী।
- ১৯০২ - কাজিরো ইয়ামামোতো, জাপানী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্য লেখক।
- ১৯০৪ - অন্নদাশঙ্কর রায়, স্বনামধন্য বাঙালি কবি ও লেখক।
- ১৯২৭ - বেদারউদ্দিন আহমদ, বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী।
- ১৯৪৩ - ডেভিড ক্রোনেনবার্গ, কানাডীয় চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।
মৃত্যু
- ১৯৩৯ - জলধর সেন, বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক.
- ২০০৮ - ছয়ের উদ্দিন আহমেদ, রংপুর অঞ্চলের একজন বাম ধারার রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক।
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১৫ মার্চ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.