১০ জানুয়ারি
১০ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের দশম দিন। বছর শেষ হতে আরো ৩৫৫ (অধিবর্ষে ৩৫৬) দিন বাকি রয়েছে।
<< | জানুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
২০১৯ |
ঘটনাবলী
- ১৯২০ -ভার্সাই চুক্তি কার্যকর হয়।
- ১৯৭২ - পাকিস্তানে বন্দীদশা থেকে মুক্তি পেয়ে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
জন্ম
- ১৮৮৩ - আলেক্সেই নিকলাইয়েভিচ তল্স্তোয়, সোভিয়েত রুশ লেখক।
- ১৯৪৮ - ডোনাল্ড ফাগেন,মার্কিন রক কিবোর্ডবাদক
- ১৯৪৮ - তেরেসা গ্রাভেস, মার্কিন অভিনেত্রী এবং কৌতুকাভিনেত্রী
- ১৯৪৮ - মিস্চা মায়স্ক্য়, লাতভীয় বাদ্যযন্ত্রকারী
- ১৯৪৮ - উইলিয়াম স্যানডারসন, মার্কিন অভিনেতা এবং কৌতুকাভিনেতা
- ১৯৭০ - আলিসা মারিখ, সার্বীয় গ্রান্ডমাস্টার, দাবা।
- ১৯৭২ - ব্রায়ান ললার, মার্কিন মুষ্টিযোদ্ধা।
- ১৯৭৩ - গ্লেন রবিনসন, মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
- ১৯৭৪ - ঋত্বিক রোশন, ভারতীয় অভিনেতা।
- ১৯৭৫ - জ্যাক ডেলোমি, মার্কিন ফুটবল খেলোয়াড়।
- ১৯৭৬ - এডাম কেনেডী, মার্কিন বেসবল খেলোয়াড়।
- ১৯৭৮ - ব্রেন্ট স্মিথ, মার্কিন গায়ক, শাইনডাউন গানের দল।
মৃত্যু
- ১৯৫১ - সিনক্লেয়ার লুইস, মার্কিন যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার। (জন্ম ১৮৮৫)
- ২০১৬ - ডেভিড বোয়ি, ইংরেজ গায়ক,গীতিকার এবং অভিনেতা। (জন্ম ১৯৪৭)
ছুটি ও অন্যান্য
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, বাংলাদেশ।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১০ জানুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.