২৭ এপ্রিল
২৭ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৭তম (অধিবর্ষে ১১৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৪৮ দিন বাকি রয়েছে।
<< | এপ্রিল | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ||||
২০১৯ |
ঘটনাবলী
- ১৫২৬- মুঘল সম্রাট বাবর দিল্লির সুলতানকে পরাজিত করেন।
- ১৫৬৫- ফিলিপাইনে স্পেনের প্রথম উপনিবেশ "সেবু" স্থাপিত হয়।
- ১৬৬৭- অন্ধ এবং দরিদ্র ইংরেজ কবি জন মিলটন তার প্যারাডাইজ লস্ট কাব্যের স্বত্ব ১০ পাউন্ডে বিক্রয় করেন।
- ১৯৭২- অ্যাপোলো ১৬ মহাকাশযান পৃথিবীতে ফিরে আসে।
- ১৯৮৯- বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৫০০ মানুষ নিহত হয়।
জন্ম
- ১৭৫৯ - মেরি ওলস্টোনক্রাফট, অষ্টাদশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ইংরেজ লেখিকা।
- ১৭৯১- স্যামুয়েল মোর্স, মার্কিন উদ্ভাবক।
- ১৮২০ - হার্বার্ট স্পেনসার ইংরেজ দার্শনিক।
- ১৮২২ - ইউলিসিস এস. গ্রান্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি।
মৃত্যু
- ১৯৬০ - রাজশেখর বসু, বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা।
- ১৯৬২ - এ. কে. ফজলুল হক, বাঙালি রাজনীতিবিদ।
- ১৯৭২ - কোয়ামে নক্রুমা, ঘানার রাজনীতিবিদ।
- ১৯৯২ - জাফর ইকবাল, একজন বাংলাদেশী অভিনেতা।
- ২০১৭ - বিনোদ খান্না, একজন ভারতীয় অভিনেতা।
- ২০১৯ - মাহফুজ উল্লাহ, বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ।
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২৭ এপ্রিল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.