৬ জানুয়ারি
৬ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ষষ্ঠ দিন। বছর শেষ হতে আরো ৩৫৯ (অধিবর্ষে ৩৬০) দিন বাকি রয়েছে।
<< | জানুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
২০১৯ |
ঘটনাবলী
- ১৮৩৮- হাতে কলমে টেলিগ্রাফের কার্যকারিতা প্রদর্শন করেন স্যামুয়েল মোর্স।
জন্ম
- ১৩৬৭ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড।
- ১৩৮৪ - এডমুন্ড হল্যান্ড ইংরেজ সাহিত্যিক।
- ১৪১২ - জোন অব আর্ক
- ১৭০৬ - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মার্কিন লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক, ও কূটনীতিবিদ।
- ১৯৫৯ - কপিল দেব, ভারতীয় ক্রিকেটের অন্যতম অলরাউন্ডার।
- ১৯৬৬ - এ আর রহমান, একজন ভারতীয় তামিল প্রবল জনপ্রিয় সঙ্গীত পরিচালক ।
- ১৯৭৩ - রুদ্রনীল ঘোষ, একজন ভারতীয় বাঙালী অভিনেতা
মৃত্যু
- ১৮৮৪ - গ্রেগর ইয়োহান মেন্ডেল,অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা।
- ১৯১৮ - গেয়র্গ কান্টর, একজন জার্মান গণিতবিদ ও দার্শনিক।
- ১৯১৯ - থিওডোর রুজ্ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি।
- ১৯৮০ - দিলীপকুমার রায়, বাঙালি সঙ্গীতজ্ঞ, সঙ্গীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক।
- ১৯৮৪ - আঙুর বালা, বাঙালি গায়িকা এবং মঞ্চাভিনেত্রী।
- ১৯৮৯ - সৎবন্ত সিংহ, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহরক্ষী, হত্যাকারী।
- ২০০৪ - সুমিতা দেবী, বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী।
ছুটি ও অন্যান্য
- বাংলাদেশ কৃষি শুমারী দিবস।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ৬ জানুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.