১২ সেপ্টেম্বর
১২ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৫তম (অধিবর্ষে ২৫৬তম) দিন। বছর শেষ হতে আরো ১১০ দিন বাকি রয়েছে।
<< | সেপ্টেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | |||||
২০১৯ |
ঘটনাবলী
- ১৬৮৩ - অষ্ট্রিয়া ও পোল্যান্ডের সেনাদের সাথে ওসমানীয় বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।
- ১৮৪৮ - সুইজারল্যান্ড ফেডারেল স্টেটে পরিণত হয়।
- ১৮৭৮ - বৃটিশ সেনারা সাইপ্রাস দখল করে।
- ১৯০৫ - নরওয়ের স্বাধীনতার শর্তাবলী ঘোষিত হয়।
- ১৯১৫ - ব্রিটিশবিরোধী সশস্ত্র অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে গদর পার্টির ২৪ জন কর্মীর ফাঁসি হয়।
- ১৯১৯ - অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন।
- ১৯২৪ - চীনে গৃহযুদ্ধ বাঁধে।
- ১৯৪৩ - জার্মানী মুসোলিনিকে বন্দীদশা থেকে মুক্ত করে।
- ১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে লন্ডনে যুক্তরাষ্ট্র, বৃটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৫৯ - সোভিয়েত মহাকাশযান লুনিক-২ চাঁদে অবতরণ করে।
- ১৯৬১ - পরমাণু পরীক্ষা বিরোধী বার্ট্রান্ড রাসেল ও আর্নল্ড ওয়েস্কার গ্রেফতার হন।
- ১৯৭৪ - সামরিক অভুত্থানে ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসি ক্ষমতাচ্যুত হন।
- ১৯৮০ - তুরস্কে সেনা অভ্যুত্থান হয়।
- ১৯৯০ - মস্কোয় দুই জার্মানির একত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৯৩ - যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরাইল ও পিএলও ফিলিস্তিনিদের মধ্যে সীমিত স্বায়ত্বশাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
- ২০০৩ - যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভুল করে আট ইরাকি পুলিশকে হত্যা করে।
জন্ম
- ১৮৯৪ - বিভূতিভূষণ বন্দোপাধ্যায়, একজন বাঙালী সাহিত্যিক।
- ১৮৯৭ - এরিন জুলিও কুরি, প্রখ্যাত ফরাসী রসায়ন ও পদার্থবিদ।
- ১৯১৩ - জেসি ওয়েন্স, মার্কিন যুক্তরাষ্ট্রের দৌড়বিদ।
- ১৯২৩ - অরুণাচল বসু একজন বাঙালি কবি এবং অনুবাদক
- ১৯৭৭ - নাথান ব্রাকেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটার।
মৃত্যু
- ১৯৮১ - ইউজিনিও মন্তাল, নোবেলজয়ী ইতালিয় কবি ও গল্পকার।
- ১৯৯২ - অ্যান্থনি পারকিন্স, মার্কিন অভিনেতা। (জ. ১৯৩২)
- ২০০৯ - শাহ আবদুল করিম, বাংলাদেশি বাউল গানের শিল্পী। (জ. ১৯১৬)
ছুটি ও অন্যান্য
- ওয়ার্ল্ড ফাস্ট এইড ডে ৷
- বিশ্ব মনোসংযোগ দিবস ৷
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১২ সেপ্টেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.