১৪ সেপ্টেম্বর
১৪ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৭তম (অধিবর্ষে ২৫৮তম) দিন। বছর শেষ হতে আরো ১০৮ দিন বাকি রয়েছে।
<< | সেপ্টেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | |||||
২০১৯ |
ঘটনাবলী
- ১৮৬৭ - সালে কার্ল মার্ক্স দাস কাপিটাল প্রকাশিত হয় ।
- ১৯৬০ - সালে 'অর্গানাইজেশন অব পট্রোলিয়াম এক্সপোর্টিং কাউন্ট্রিস' (ওপেক) প্রতিষ্ঠিত হয় ।
- ১৯৭৯ - সালে আফগানিস্তানের রাষ্ট্রপতি নূর মোহাম্মদ তারাকি সামরিক অভ্যুত্থানে নিহত হন ।
- ১৯৮২ - লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল নিহত হন।
- ১৯৯৫ - সালে কলকতায় পাতাল ট্রেন চালু হয় ।
- ২০০০ - সালে মাইক্রোসফট উইন্ডোজ এমই ( ME) বাজারে ছাড়ে ।
জন্ম
- ১৭৯১ - ফ্রান্ৎস বপ, জার্মান ভাষাবিজ্ঞানী।
- ১৮৭১ - ইয়োসেফ ব্লক, ছিলেন একজন জার্মান সমাজতান্ত্রিক সাংবাদিক।
- ১৮৮৮ - অনুকূলচন্দ্র ঠাকুর, বাঙালি ধর্ম সংস্কারক।
- ১৯২৮ - আলবের্তো কোর্দা, একজন কিউবান আলোকচিত্র শিল্পী।
মৃত্যু
- ১৯০১ - উইলিয়াম ম্যাকিন্লি, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি। (জ. ১৮৪৩)
- ১৯৭১ - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক। (জ. ১৮৯৮)
- ১৯৮৪ - জ্যানেট গেনর, মার্কিন অভিনেত্রী ও চিত্রশিল্পী। (জ. ১৯০৬)
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১৪ সেপ্টেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.