১৩ ফেব্রুয়ারি

১৩ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৪তম দিন। বছর শেষ হতে আরো ৩২১ (অধিবর্ষে ৩২২) দিন বাকি রয়েছে।

১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮

ঘটনাবলী

জন্ম

বাংলাদেশী ভাষাবিদ, খ্যাতনামা মনিষী।

  • ১৯২৮ - গেরাল্ড রিগান, কানাডীয় আইনজীবী ও রাজনীতিবিদ, নোভা স্কটিয়ার ১৯তম প্রিমিয়ার।
  • ১৯২৯ - গাজীউল হক, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সাহিত্যিক ও ভাষা সৈনিক।

মৃত্যু

  • ৮৫৮ - কেনেথ ম্যাকআলপিন, স্কটিশ রাজা (জন্ম ৮১০)
  • ৯০৪ - ইয়ায়িয়া ইবনে জিকরাওয়াহ,কারমাতি নেতা
  • ৯৪২ - মুহাম্মদ ইবনে রাইক, মুসলিম সামরিক কর্মকর্তা
  • ১১৩০ - পোপ দ্বিতীয় হনোরিয়াস
  • ১৫৮৫ - অলফনসো সালমেরন, স্প্যানিশ যাজক ও পণ্ডিত (জন্ম ১৫১৫)
  • ১৭২৭ - উইলিয়াম উটন, ইংরেজ ভাষাবিদ ও পণ্ডিত (জন্ম ১৬৬৬)
  • ১৯৫০ - রাফায়েল সাবাতিনি, ইতালীয়-সুইস লেখক (জন্ম ১৮৭৫)
  • ১৯৯৬ - মার্টি‌ন বেলসাম, আমেরিকান অভিনেতা (জন্ম ১৯১৯)
  • ২০১২ - হুমায়ুন ফরীদি, বাংলাদেশি অভিনেতা (জন্ম ১৯৫২)
  • ২০১৫ - কেশব রেড্ডি, ভারতীয় চিকিৎসক ও লেখক (জন্ম ১৯৪৬)

ছুটি ও অন্যান্য

  • বিশ্ব রেডিও দিবস

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.