১৬ জুলাই
১৬ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৭তম (অধিবর্ষে ১৯৮তম) দিন। বছর শেষ হতে আরো ১৬৮ দিন বাকি রয়েছে।
<< | জুলাই | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ | |||
২০১৯ |
ঘটনাবলী
- ১৯৪৬ - মার্কিন যুক্তরাষ্ট্র বিকিনি দ্বীপে পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
- ১৯৮১ - ডাঃ মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৯০ - ইউক্রেন নিজের সার্বভৌমত্ব ঘোষণা করে।
জন্ম
- ১৮৬০ - অটো ইয়েসপার্সেন, ডেনীয় ভাষাবিজ্ঞানী এবং ইংরেজি ব্যাকরণ বিশেষজ্ঞ। (মৃ. ১৯৪৩)
- ১৮৭২ - রুয়াল আমুনসেন, নরওয়েজীয় মেরু অভিযাত্রী ও আবিষ্কারক। (নি. ১৯২৮)
- ১৮৭৮ - রাধাগোবিন্দ চন্দ্র, ভারতীয় জ্যোতির্বিদ। (মৃ. ১৯৭৫)
- ১৮৮৮ - ফ্রিৎস জের্নিকে, ওলন্দাজ পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৬৬)
- ১৮৯৬ - ট্রিগভে হাভডেন লি, জাতিসংঘের প্রথম মহাসচিব। (মৃ. ১৯৬৮)
- ১৯০৭ - বারবারা স্ট্যানউইক, মার্কিন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী। (মৃ. ১৯৯০)
- ১৯১১ - জিঞ্জার রজার্স, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা। (মৃ. ১৯৯৫)
- ১৯২৬ - আরউইন রোজ, মার্কিন জীববিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ২০১৫)
- ১৯৪২ - মার্গারেট কোর্ট, অস্ট্রেলীয় টেনিস খেলোয়াড়।
- ১৯৪৭ - আবদুল্লাহ-আল-মাহমুদ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা, বীর প্রতীক পদক বিজয়ী।
- ১৯৫২ - এঞ্জেলা গোমেজ, বাংলাদেশী সমাজসেবক।
- ১৯৬৭ - উইল ফেরেল, মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, প্রযোজক ও লেখক।
- ১৯৭৩ - শন পোলক, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৮১ - মেহের জেইন, লেবানন বংশোদ্ভুত মুসলিম সুইডিশ রক এ্যান্ড বোল্ড গায়ক, গীতিকার এবং সঙ্গীত নির্মাতা ৷
- ১৯৮৯ - শায়লা শারমিন, বাংলাদেশী প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।
মৃত্যু
- ১৯৯৪ - জুলিয়ান শুইঙার, মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৯১৮)
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১৬ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.