মেহের জেইন

মেহের জেইন (আরবি: ماهر زين ; জন্ম ১৬ জুলাই ১৯৮১[1] ত্রিপোলি, লেবানন) হলেন একজন লেবানন বংশোদ্ভুত মুসলিম সুইডিশ রক এ্যান্ড বোল্ড গায়ক, গীতিকার এবং সঙ্গীত নির্মাতা। ২০০৯ সালে তিনি তার প্রথম অ্যালবাম "থ্যাংক ইউ আল্লাহ" প্রকাশ করেন যেটি আন্তর্জাতিক অঙ্গনে সফলতা পায়। এরপর ২০১২ এর ২ এপ্রিল তিনি! "ফরগিভ মি" শিরোনামে তার পরবর্তী ও দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন।

মেহের জেইন
ماهر زين
প্রাথমিক তথ্য
জন্ম নামমেহের মুস্তফা মেহের জেইন
জন্ম (1981-07-16) ১৬ জুলাই ১৯৮১
ত্রিপোলি, লেবানন
উদ্ভবসুইডেন
ধরনআর এ্যান্ড বি, সোল মিউজিক, পপ সঙ্গীত, বিশ্ব সঙ্গীত, এ্যাকুয়িস্টিক সঙ্গীত, নাত
পেশাকন্ঠশিল্পী, গীতিকার, সুরকার, কম্পোজার, সঙ্গীত নির্মাতা
বাদ্যযন্ত্রসমূহগিটার, পিয়ানো, কিবোর্ড, পারকাশন, সিন্থেসাইজার
কার্যকাল২০০৯–বর্তমান
লেবেলঅ্যাওয়েকেনিং রেকর্ডস
সনি মিউজিক
সহযোগী শিল্পীইরফান মাক্কি
মেসাট কুরতিস
ওয়েবসাইটwww.maherzain.com

ডিস্ক সমূহ

এ্যালবাম

সাল এ্যালবামের নাম প্রমাণপত্র
(বিক্রয়ের সূচনা)
২০০৯ থ্যাংক ইউ আল্লাহ
  • প্রকাশ: ১ নভেম্বর ২০০৯
  • নাম: এ্যাওয়াকেনিং রেকর্ডস
  • ধরন: সিডি, ডিজিটাল ডাউনলোড
  • ৮x প্লাটিনাম, ওয়ার্নার মিউজিক মালয়েশিয়া[2]
  • ২x প্লাটিনাম, সানি মিউজিক ইন্দোনেশিয়া[3]
২০১২ ফরগিভ মি
  • প্রকাশ: ২ এপ্রিল ২০১২
  • নাম: এ্যাওয়াকেনিং রেকর্ডস
  • ধরন: CD, ডিজিটাল ডাউনলোড
  • ৪x প্লাটিনাম, ওয়ার্নার মিউজিক মালয়েশিয়া[4]
২০১৬ ওয়ান
  • প্রকাশ: ৬ জুন ২০১৬
  • নাম: এ্যাওয়াকেনিং রেকর্ডস
  • ধরন: সিডি, ডিজিটাল ডাউনলোড

-

সংকলন সমূহ

একা এবং দ্বৈত

  • প্রকাশ: ডিসেম্বর ২০১৪
  • নাম: এ্যাওয়াকেনিং রেকর্ডস
  • ধরন: ডিজিটাল ডাউনলোড, সিডি
  • মোট গান: ১৫ টি

ছোট এ্যালবাম

লাভ উইল প্রিভিল

  • প্রকাশ: এপ্রিল ২০১৩
  • নাম: এ্যাওয়াকেনিং রেকর্ডস
  • ধরন: ডিজিটাল ডাউনলোড
  • মোট গান: ২

রমাদান

  • প্রকাশ: জুন ২০১৩
  • নাম: এ্যাওয়াকেনিং রেকর্ডস
  • ধরন: ডিজিটাল ডাউনলোড
  • মোট গান: ৪

রমাদান - শুধুমাত্র কণ্ঠ

  • প্রকাশ: জুলাই ২০১৪
  • নাম: এ্যাওয়াকেনিং রেকর্ডস
  • ধরন: ডিজিটাল ডাউনলোড
  • মোট গান: ২

ভিডিও সমূহ

  • ২০০৯: "প্যালেস্টাইন উইল বি ফ্রি"
  • ২০১০: "থ্যাঙ্ক ইউ আল্লাহ (আলহামদুলিল্লাহ) "
  • ২০১০: "ইনশা আল্লাহ"
  • ২০১০: "আল্লাহি আল্লাহ কিয়া কারো (সরাসরি)"
  • ২০১০: "দ্যা চুজেন ওয়ান"
  • ২০১১: "ফ্রীডম"
  • ২০১১: "ইয়া নবী সালাম আলাইকা"
  • ২০১১: "ফর দ্যা রেস্ট অব মাই লাইফ"
  • ২০১২: "নাম্বার ওয়ান ফর মি"
  • ২০১২: "ফরগিভ মি"
  • ২০১২: "সো সুন"
  • ২০১৩: "লাভ উইল প্রিভেইল"
  • ২০১৩: "রমাদান"
  • ২০১৪: "মুহাম্মদ (পিবিইউএইচ)
  • ২০১৪: "সামিহ"
  • ২০১৪: "রদি’তু বিল্লাহি রাব্বা"
  • ২০১৪: "নাস তেশবেহলানা"
  • ২০১৪: "ওয়ান ডে"
  • ২০১৫: "আ'মারুনা আ'মালুনা"
  • ২০১৬: "আই এম এ‍্যালাইভ"(আতিফ আসলাম সাথে)
  • ২০১৬: "বাই মাই সাইড"
  • ২০১৬: "প্যারাডাইস"
  • ২০১৬: "পিস বি আপন ইউ"
  • ২০১৬: "দ্য ওয়ে অফ লাভ"
  • ২০১৭: "ক্লোজ টু ইউ"
  • ২০১৭: "আসসুবহু বাদা"
  • ২০১৭: "কুন রাহমা"

তথ্যসূত্র

  1. https://twitter.com/MaherZain/status/312996761113346049
  2. মেহের জেইন মালয়েশিয়ায় ৮ প্লাটিনাম গ্রহণ করেন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ সেপ্টেম্বর ২০১১ তারিখে Awakening Worldwide, retrieved January 2011
  3. "মেহের জেইনের সাথে সাক্ষাৎ করুন"। ২৫ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.