২২ অক্টোবর
২২ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯৫তম (অধিবর্ষে ২৯৬তম) দিন। বছর শেষ হতে আরো ৭০ দিন বাকি রয়েছে।
<< | অক্টোবর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
২০১৯ |
ঘটনাবলী
- ১৪৯৪ - সালের এই দিনে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তাঁর দ্বিতীয় আবিষ্কার অভিযান শুরু করেন।
- ১৫৯৯ - সালের এই দিনে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়।
- ১৭৬০ - সালের এই দিনে নবাব মীর জাফর আলী খান পদচ্যুত হয়।
- ১৭৬৪ - সালের এই দিনে বাংলা ও বিহারে নবাবী আমলের অবসান হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়।
- ১৭৯২ - ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৮৩৩ - সালের এই দিনে নিউইয়র্কে বিখ্যাত মেট্রোপলিটন অপেরা হাউস উদ্ধোধন করা হয় ।
- ১৮৬২ - সালের এই দিনে আব্রাহাম লিংকন ক্রীতদাস মুক্তির ঘোষণায় স্বাক্ষর করেন।
- ১৯১৮ - সালের এই দিনে উত্তর-পশ্চিম ইউরোপে জার্মান বাহিনীর ওপর মিত্র বাহিনীর হামলা শুরু হয়।
- ১৯৩৪ - প্রথম বারের মতো ফটোগ্রাফ রেকর্ডিং চালু হয়।
- ১৯৩৫ - সালের এই দিনে হাইতিতে ঘূর্ণিঝড়ে দুই হাজারেরও বেশি লোক মৃত্যুবরণ করে।
- ১৯৩৬ - সালের এই দিনে স্পেন সরকার ফ্রান্কো ফ্যাসিবাদী ব্যক্তিদের চালানো সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতি-আক্রমণ করার জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সৈন্যদল প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুমোদন করেন। ৫৪টি দেশের প্রায় ৪০ হাজার জন কমিউনিস্ট পার্টির সদস্য এবং প্রগতিশীল ব্যক্তি স্বতঃস্ফুর্তে স্পেনে আসেন।
- ১৯৫৫ - কাউন্সিল সভায় আওয়ামী মুসলীম লীগ থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয়।
- ১৯৫৬ - সালের এই দিনে ফ্রান্স, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী মিশরে হামলার বিষয়ে আলোচনার জন্য গোপনে বৈঠক করে।
- ১৯৭৩ - সতের দিনব্যাপী চলতে থাকা আরব-ইসরাইল চতুর্থ যুদ্ধের অবসান হয়।
- ১৯৭৩ - সালের এই দিনে ইসরায়েলের সঙ্গে মিসর ও সিরিয়ার যুদ্ধবিরতি কার্যকর হয়।
- ১৯৭৫ - সালের এই দিনে যোয়াত কার্লোসকে স্পেনের রাজা বলে ঘোষণা করা হয়।
- ১৯৭৮ - সালের এই দিনে তৎকালীন চীনের উপ-প্রধানমন্ত্রী তেং সিয়াও পিং জাপান সফর করেন। পর দিনে টোকিওতে চীন-জাপান শান্তিপূর্ণ মৈত্রী চুক্তির অনুমোদন পত্র বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- ১৯৮০ - ইরান-ইরাক অঘোষিত যুদ্ধ শুরু হয়।
- ১৯৮১ - সালের এই দিনে রাষ্ট্রপতি জিয়া হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর হয়।
- ১৯৯৩ - সালের এই দিনে রাশিয়ায় সাংবিধানিক সংকট শুরু হয়।
- ১৯৯৫ - সালের এই দিনে জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনেতাদের সর্ববৃহৎ সম্মেলন শুরু হয়।
জন্ম
- ১৫১১ - সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এরাসমুস রাইনহোল্ড, তিনি ছিলেন জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।
- ১৮১৮ - সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিকন্টে ডি লিসলে, তিনি ছিলেন ফরাসি কবি ও লেখক।
- ১৮৭০ - সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভান বুনিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান লেখক ও কবি।
- ১৮৮১ - ক্লিনটন জোসেফ ডেভিসন, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।
- ১৯০০ - আসফাকউল্লা খান, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
- ১৯০১ - সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিরাজউদ্দীন কাসিমপুরী, তিনি ছিলেন বাংলা লোক সাহিত্যের কিংবদন্তী পুরুষ।
- ১৯০৩ - সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ ওয়েলস বিডেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট।
- ১৯১৯ - সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডোরিস লেসিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইরানী বংশোদ্ভূত ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।
- ১৯৩৮ - সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেরেক জ্যাকবির, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা ও পরিচালক।
- ১৯৪৪ - খুরশিদ আলম, বাংলাদেশি কণ্ঠশিল্পী।
- ১৯৪৭ - সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দীপক চোপড়া, তিনি ছিলেন ভারতীয়-আমেরিকান লেখক, পাবলিক স্পিকার ও চিকিৎসক।
- ১৯৫০ - ময়ুখ চৌধুরী, বাংলাদেশি কবি, সমালোচক ও গবেষক।
- ১৯৫২ - জুলি ড্যাশ, তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৬৬ - ভ্যালেরিয়া গলিনো, তিনি ইতালিয়ান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।
- ১৯৭০ - উইনস্টন বগারডে, তিনি ডাচ ফুটবলার।
- ১৯৮৫ - হাদিসে, তিনি তুর্কি গায়ক, ড্যান্সার ও গীতিকার।
- ১৯৮৮ - পরিনীতি চোপড়া, তিনি ভারতীয় অভিনেত্রী।
মৃত্যু
- ০৭১৬ - সুলায়মান, তিনি ছিলেন দামেস্কের সুলতান।
- ০৭৪১ - চার্লস মার্টেল, তিনি ছিলেন প্রাচীন রাজা।
- ০৭৬২ - লি পাই আনহুইয়ের তাংথুতে, তিনি ছিলেন চীনের থাং রাজবংশের কবি।
- ১৩৫৬ - আয়াতুল্লাহ সাইয়েদ মোস্তফা খোমেনী, তিনি ছিলেন ইরানের ইসলামী বিপ্লবের মরহুম ইমাম খোমেনী (রঃ)’র বড় পুত্র।
- ১৯০৬ - পল সেজাঁ, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।
- ১৯২৮ - অ্যান্ড্রু ফিশার, তিনি ছিলেন স্কটস বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও ৫ম প্রধানমন্ত্রী।
- ১৯৫৪ - জীবনানন্দ দাশ, বাঙালি কবি।
- ১৯৬৪ - খাজা নাজিমুদ্দিন, পাকিস্তানের গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী।
- ১৯৭৫ - আর্নল্ড টয়েনবী, তিনি ছিলেন বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক।
- ১৯৮৬ - আলবার্ট সযেন্ট গ্যরগ্যি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান শারীরবিজ্ঞানী ও প্রাণরসায়নী।
- ১৯৮৬ - ইয়ে চিয়ান ইং, তিনি ছিলেন চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।
- ১৯৮৯ - মৌয়াদ রেনে, তিনি ছিলেন লেবাননের রাষ্ট্রপতি।
- ১৯৯২ - ক্লেয়াভন লিটল, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
- ২০০৭ - ইভ কুরি, তিনি ছিলেন ফরাসি পিয়ানোবাদক ও সাংবাদিক।
- ২০১২ - মাইক মরিস, তিনি ছিলেন ইংরেজ সাংবাদিক।
- ২০১৩ - ইয়ান্বারি কাযামা, তিনি ছিলেন জাপানি চিত্রকর।
ছুটি ও অন্যান্য
- জাতীয় নিরপদ সড়ক দিবস -২০১৮ (বাংলাদেশ)
- আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস।
- ক্যাপস্ লক ডে।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২২ অক্টোবর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.