১ অক্টোবর

১ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৪তম (অধিবর্ষে ২৭৫তম) দিন। বছর শেষ হতে আরো ৯১ দিন বাকি রয়েছে।

১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ঘটনাবলী

  • খ্রিস্টপূর্ব ৩৩১ – মহামতি আলেকজান্ডার গাউগামেলার যুদ্ধে তৃতীয় দারায়ুসকে পরাস্ত করেন।
  • ৯১১কনস্টান্টিনোপল অবরোধকালে, চার্চ অব সেন্ট মেরি অফ ব্লাকারনেতে থিওটোকোস আবির্ভূতা হন এবং সেন্ট অ্যান্ড্রু অফ কনস্টান্টিনোপল সহ সকল বিশ্বাসীর উপর তার বস্ত্র মেলে ধরেন।
  • ৯৬৯এডগার অব ইংল্যান্ড সমগ্র ইংল্যান্ডের রাজা হন।
  • ১১৮৯গেরার্ড ডে রাইডফোর্ট, যিনি ১১৮৪ সাল থেকে নাইট টেম্পলার-এর গ্রান্ডমাস্টার ছিলেন, অ্যাকর অবরোধকালে নিহত হন।
  • ১৭৮৭সুভোরোভ-এর নেতৃত্বাধীন রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাস্ত করে।
  • ১৭৯১ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন।
  • ১৭৯৬বেলজিয়াম কর্তৃক ফ্রান্স জয়।
  • ১৯৬০ - নাইজেরিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ২০০১ - বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.