জুলি অ্যান্ড্রুজ
ডেম জুলিয়া এলিজাবেথ জুলি অ্যান্ড্রুজ, ডিবিই (জন্মসূত্রে ওয়েলস জন্ম ১ অক্টোবর ১৯৩৫) একজন ইংরেজ অভিনেত্রী, গায়িকা, লেখিকা, থিয়েটার পরিচালক ও নৃত্যশিল্পী। [1] শিশুশিল্পী ও গায়িকা হিসেবে ১৯৪৮ সালে ওয়েস্ট এন্ড থিয়েটারে উনি প্রথম আত্মপ্রকাশ করেন ও ১৯৫৪ এ 'দ্যা বয়ফ্রেন্ড' এ প্রথম ব্রডওয়েতে আবির্ভূত হন। মাই ফেয়ার লেডি (১৯৫৬), ক্যামেলট (১৯৬০) ইত্যাদি ব্রডওয়ের গীতিনাট্যগুলিতে অভিনয় করে উনি বিখ্যাত হয়ে ওঠেন।
ডেম জুলি অ্যান্ড্রুজ | |
---|---|
![]() জুলি অ্যান্ড্রুজ, মে ২০১৩ | |
জন্ম | জুলিয়া এলিজাবেথ ওয়েলস ১ অক্টোবর ১৯৩৫ ওয়াল্টন-ওন-থেমস, ইংল্যান্ড, যুক্তরাজ্য |
পেশা | অভিনেত্রী, গায়িকা, লেখিকা, থিয়েটার পরিচালক, নৃত্যশিল্পী |
কার্যকাল | ১৯৪৫–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | টনি ওয়াল্টন (বি. ১৯৫৯; বিচ্ছেদ. ১৯৬৭) ব্লেক এডওয়ার্ডস (মৃত্যু) (বি. ১৯৬৯; মৃত ২০১০) |
সন্তান | ৩ |
মেরী পপিন্স (১৯৬৪) ওনার প্রথম ছায়াছবি। এতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য উনি সেরা অভিনেত্রীর অস্কার পান।[2] ১৯৬৫ এ দ্যা সাউন্ড অফ মিউজিক-এ উনি মারিয়ার চরিত্রে অভিনয় করেন ও গীতিনাট্যে সেরা অভিনেত্রীর গোল্ডেন গ্লোব পুরষ্কার জেতেন।
তথ্যসূত্র
- "Dame Julie: The Sound of Music"। BBC। ৩১ ডিসেম্বর ১৯৯৯। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০০৭।
- Mary Poppins 40th Anniversary Edition DVD.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.