টম ক্ল্যানসি
থোমাস লিও “টম” ক্ল্যানসি জুনিওর (ইংরেজি: Thomas Leo "Tom" Clancy, Jr.) (এপ্রিল ১২ ১৯৪৭- ১ অক্টোবর ২০১৩) ছিলেন একজন আমেরিকান লেখক ও ইতিহাসবিদ তিনি মূলত পরিচিত তার লেখা গুপ্তচরবৃত্তিক ও সামরিক বিজ্ঞান নিয়ে লেখা বইগুলোর জন্য যেগুলো স্নায়ুযুদ্ধের চলাকালীন সময় ও তার পরবর্তী নিয়ে লেখা। তিনি আরো বিখ্যাত তার নামে তৈরি একটি ভিডিও গেম চরিত্রের জন্য। তার সতেরোটি উপন্যাস বেস্টসেলার এবং এখন পর্যন্ত তার বই-এর ১০ কোটির অধিক কপি বিক্রি হয়েছে।[1] টম ক্ল্যান্সি ১৯৪৭ সালের ১২-ই এপ্রিল যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে জন্মগ্রহণ করেন, এবং একটি অপ্রকাশিত রোগে[2] তিনি ২০১৩ সালের পহেলা অক্টোবর মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরেই মৃত্যুবরণ করেন।
টম ক্ল্যানসি | |
---|---|
![]() টম ক্ল্যানসি ১৯৮৯ সালে | |
জন্ম | থোমাস লিও ক্ল্যানসি জুনি. ১২ এপ্রিল ১৯৪৭ বাল্টিমোর, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র |
মৃত্যু | অক্টোবর ১, ২০১৩ ৬৬) বাল্টিমোর, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র | (বয়স
পেশা | ঔপন্যাসিক |
জাতীয়তা | ![]() |
সময়কাল | ১৯৮৪-২০১৩ |
ধরন |
|
দাম্পত্যসঙ্গী |
|
সন্তান | পাঁচ |
পদটীকা
- Bosman, Julie (২০১৩-১০-০২)। "Tom Clancy, Best-Selling Novelist of Military Thrillers, Dies at 66"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৩-১২-২৮।
- "Tom Clancy, best-selling author, dead at 66"। cbsnews (ইংরেজি ভাষায়)। অক্টোবর ২ ২০১৩। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.