২৯ নভেম্বর

২৯ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৩৩তম (অধিবর্ষে ৩৩৪তম) দিন। বছর শেষ হতে আরো ৩২ দিন বাকি রয়েছে।

১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

ঘটনাবলী

  • ১৫২০ - স্প্যানিশ নাবিক মাজলান নতুন একটি প্রণালীর সন্ধান পান।
  • ১৫৯৬ - রাজা দ্বিতীয় ফিলিপ সে দেশের মুদ্রা অবমূল্যায়িত করেন।
  • ১৭৭৫ - স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন।
  • ১৭৯২ - মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি. বেইলি।
  • ১৮৩৯ - গৌরীশঙ্কর তর্কবাগীশের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ রসরাজ’ প্রকাশিত হয়।
  • ১৮৯৭ - ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয়।
  • ১৯১০ - ট্রাফিক বাতি প্যাটেন্ট হয়।
  • ১৯১৩ - যুগোস্লাভিয়ায় মার্শাল টিটোর নেতৃত্বে এন্টি ফ্যাসিজম ফ্রন্ট গঠিত হয়।
  • ১৯১৮ - লিথুয়ানিয়া প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত।
  • ১৯৩২ - সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ফ্রান্সের চুক্তি হয়।
  • ১৯৪৪ - আলবেনিয়া নাৎসি কবল থেকে মুক্ত হয়।
  • ১৯৪৭ - পাশ্চাত্য ও ইহুদিবাদীদের প্রভাবাধীন জাতিসংঘের সাধারণ পরিষদ, ফিলিস্তিন ভূখন্ডকে বিভক্ত করার পক্ষে রায় দেয় এবং বায়তুল মোকাদ্দাসকে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন এলাকা বলে ঘোষণা করে।
  • ১৯৮৮ - প্রলংকারী ঘূর্নিঝড় ও জলোচ্ছাসে বিধ্বস্ত হয় দক্ষিনাঞ্চলের বিস্তীর্ন জনপদ।
  • ১৯৯৪ - নেপালে কমিউনিস্ট পার্টির নেতা মহমোহন অধিকারী প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
  • ১৯৯৬ - সীমান্ত সমস্যা চীন ভারত চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ২০০৪ - বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল-২০০৪ পাস হয়।

জন্ম

  • ১৪২৭ - চীনের রাজা ঝেংটংয়ে।
  • ১৮৭৪ - পর্তুগিজ স্নায়ুতত্ত্ববিদ অ্যাগাস মোনেশ।
  • ১৮৯৪ - রুশ ঔপন্যাসিক বোরিস পিলনিয়াক।
  • ১৯০১ - মিলড্রেড হ্যারিস, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী। (মৃ. ১৯৪৪)
  • ১৯৩২ - জ্যাক শিরাক, ফ্রান্সের রাষ্ট্রপতি।
  • ১৯৩৬ - রসায়নে নোবেলজয়ী [১৯৮৬] তাইওয়ানজাত মার্কিন বিজ্ঞানী লু যুয়ান তেশ।
  • ১৯৭৩ - রায়ান গিগস, একজন ওয়েলশ ফুটবলার।

মৃত্যু

  • ১০৫৮ - ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপ।
  • ১৬৪৩ - ইটালির বিখ্যাত সঙ্গীতজ্ঞ ক্লাওদিও মোন্তেভেরদ।
  • ১৮১২ - শিক্ষাব্রতী ও সমাজসেবী দানবীর হাজী মুহাম্মদ মহসীন।
  • ১৯২৪ - ইটালির মিউজিক কম্পোজার জিয়াকোমো পুচিনো।
  • ১৯৪৯ - রস-সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়।
  • ১৯৮৭ - মোহাম্মদ তোয়াহা, বাংলা ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং রাজনীতিবিদ।
  • ১৯৯৩ - ভারতের অগ্রগণ্য শিল্পপতি জি আর ডি টাটা।
  • ২০০১ - জর্জ হ্যারিসন, বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট।

ছুটি ও অন্যান্য

  • প্যালেস্টিনিয়ানদের সঙ্গে বিশ্ব সংহতি দিবস৷

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.