২২ এপ্রিল
২২ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১২তম (অধিবর্ষে ১১৩তম) দিন। বছর শেষ হতে আরো ২৫৩ দিন বাকি রয়েছে।
<< | এপ্রিল | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ||||
২০১৯ |
ঘটনাবলী
জন্ম
- ১৫৯২ - ভিলহেল্ম শিকার্ড, জার্মান বহুশাস্ত্রজ্ঞ। (মৃ. ১৬৩৫)
- ১৭২৪ - ইমানুয়েল কান্ট, জার্মান দার্শনিক। (মৃ. ১৮০৪)
- ১৮৭০ - ভ্লাদিমির লেনিন, মার্কসবাদী সোভিয়েত বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ। (মৃ. ১৯২৪)
- ১৮৯৯ - ভ্লাদিমির নাবোকভ, রুশ-মার্কিন লেখক। (মৃ. ১৯৭৭)
- ১৯১৩ - বের্টিল মাল্মবের্গ, সুয়েডীয় ভাষাবিজ্ঞানী। (মৃ. ১৯৯৪)
- ১৯২৯ - মাইকেল ফ্রান্সিস আটিয়া, ইংরেজ গণিতবিদ।
- ১৯৩৭ - জ্যাক নিকোলসন, মার্কিন অভিনেতা।
- ১৯৪১ - আমির নিউলি, ইসরায়েলী কম্পিউটার বিজ্ঞানী। (মৃ. ২০০৯)
- ১৯৪৩ - জ্যানেট ইভানোভিচ, মার্কিন লেখিকা।
- ১৯৪৫ - গোপালকৃষ্ণ গান্ধী, ভারতীয় বুদ্ধিজীবী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল।
- ১৯৫৭ - ডোনাল্ড টাস্ক, পোলীয় রাজনীতিবিদ ও ইতিহাসবেত্তা।
- ১৯৫৯ - রঞ্জন মাদুগালে, শ্রীলংকান ক্রিকেটার।
- ১৯৭৪ - চেতন ভগত, ভারতীয় ঔপন্যাসিক, নিবন্ধকার, বক্তা ও চিত্ৰনাট্যকার।
- ১৯৮১ - জোনাথন ট্রট, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৮২ - কাকা, ব্রাজিলীয় ফুটবলার।
- ১৯৯২ - রোলেন স্ট্রস, দক্ষিণ আফ্রিকান মিস ওয়ার্ল্ড খেতাব বিজয়ী।
মৃত্যু
- ১৭৮২ - অ্যান বনি আইরিশ মহিলা জলদস্যু। (জ. ১৭০২)
- ১৮৯৯ - নেড গ্রিগরি, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (জ. ১৮৩৯)
- ১৯৩০ - হরিগোপাল বল, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
- ১৯৩০ - মধুসূদন দত্ত, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
- ১৯৩০ - পুলিনচন্দ্র ঘোষ, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
- ১৯৩০ - নির্মল লালা, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
- ১৯৩০ - ত্রিপুরা সেনগুপ্ত, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
- ১৯৮৩ - লামবের্তো মাজ্জোরানি, ইতালীয় অভিনেতা। (জ. ১৯০৯)
- ১৯৮৯ - এমিলিও জিনো সেগরে, ইতালীয় পদার্থবিজ্ঞানী। (জ. ১৯০৫)
- ১৯৯৪ - রিচার্ড নিক্সন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি। (জ. ১৯১৩)
- ২০০৩ - তারাপদ সাঁতরা, বাঙালি পুরাতত্ত্ববিদ এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ। (জ. ১৯৩১)
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২২ এপ্রিল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.