২২ জানুয়ারি
২২ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২তম দিন। বছর শেষ হতে আরো ৩৪৩ (অধিবর্ষে ৩৪৪) দিন বাকি রয়েছে।
<< | জানুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
২০১৯ |
ঘটনাবলী
- ১৭৭১ - ফকল্যাণ্ড দ্বীপপুঞ্জ ইংল্যান্ডের হাতে ছেড়ে দিতে স্পেনের সম্মতি।
- ১৯০৫ - রাশিয়ার প্রথম বিপ্লবের সূচনা হয়েছিল।
- ১৯২৭ - প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার।
- ১৯৫৭ - সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় যুগোস্লাভিয়া।
- ১৯৯১ - উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েতের আল ওয়াফবার তেল খনি জ্বালিয়ে দেয়।
জন্ম
- ১৫৬১ - ফ্রান্সিস বেকন, ইংরেজ দার্শনিক।
- ১৭৮৮ - লর্ড বায়রন, অ্যাংলো-স্কটিশ কবি।
- ১৯০৯ - ইউ থান্ট, বার্মায় জন্মগ্রহণকারী জাতিসংঘের ৩য় মহাসচিব।
- ১৯৩৮ - আলতেয়ার, ব্রাজিলীয় ফুটবলার।
- ১৯৬৫ - ডায়ান লেন, মার্কিন অভিনেত্রী।
- ১৯৭৭ - হিদেতোশি নাকাতা, জাপানী ফুটবলার।
মৃত্যু
- ১৬৬৬ - সম্রাট শাহজাহান, পঞ্চম মোঘল সম্রাট।
- ১৯০০ - টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ডেভিট এ্যাডওয়ার্ড হিউজ।
- ১৯০১ - ভারত সম্রাজ্ঞী এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানী ভিক্টোরিয়া।
- ১৯৭৩ - লিন্ডন বি. জনসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি।
- ২০১০ - বেটি উইলসন, অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার।
ছুটি ও অন্যান্য
- একত্রীভূতিকরণ দিবস - ইউক্রেন।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২২ জানুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.