মিট্‌জি গেনর

মিট্‌জি গেনর (ইংরেজি: Mitzi Gaynor; জন্ম: ফ্রান্সেস্কা মার্লেনে ডা চানিই ফন গার্বার, ৪ সেপ্টেম্বর, ১৯৩১)[1] হলেন একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী। তিনি দেয়ার্‌স নো বিজনেস লাইক শো বিজনেস (১৯৫৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধি অর্জন করেন। ১৯৫৮ সালে রজার্স ও হ্যামারস্টেইনের সঙ্গীতনাট্যের চলচ্চিত্রায়ন সাউথ প্যাসিফিক-এ অভিনয় করে তিনি সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

মিট্‌জি গেনর
আনু. ১৯৫৪ সালে প্রচারণামূলক চিত্রে গেনর

প্রারম্ভিক জীবন

গেনর ১৯৩১ সালের ৪ঠা সেপ্টেম্বর ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম ফ্রান্সেস্কা মার্লেনে ডা চানিই ফন গার্বার। তার পিতা হেনরি ফন গার্বার একজন বেহালাবাদক, সেলবাদক ও সঙ্গীত পরিচালক এবং তার মাতা পলিন একজন নৃত্যশিল্পী।[2][3] তার পিতার দ্বিতীয় বিবাহের ফলে তিনি যুদ্ধ-বিরোধী সমাজকর্মী ডোনাল্ড ডব্লিউ. ডানকানের সৎ বোন।[4]

যখন তার ৩ বছর বয়স তখন তার পরিবার প্রথম ইলিনয়ের এলজিনে চলে যান। পরে তারা ডেট্রয়েট এবং যখন তার ১১ বছর বয়স তখন হলিউড শহরে চলে যায়।[5] তিনি শৈশবে ব্যালেরিনা হিসেবে তালিম নেন এবং দলীয় নৃত্যশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

তথ্যসূত্র

  1. "Mitzi Gaynor"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৮
  2. ম্যাকম্যানাস, মার্গারেট (১২ অক্টোবর, ১৯৬৯), "Presenting Francesca Mitzi", দ্য মিলওয়াউকি জার্নাল
  3. Motion Picture, ম্যাকফেডেন-বার্টেল, 1952, পৃ. ৮৬।
  4. ম্যাকফেডেন, রবার্ট ডি. (৭ মে ২০১৬)। "Donald W. Duncan, 79, Ex-Green Beret and Early Critic of Vietnam War, Is Dead"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৮His stepfather’s daughter, Frances (Donald’s stepsister), became the actress Mitzi Gaynor.
  5. গিয়ার, ড্যান (১৯ মার্চ ২০১৩)। "Mitzi Gaynor: Superstar, one-time Elgin girl"ডেইলি হেরাল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.