মিট্জি গেনর
মিট্জি গেনর (ইংরেজি: Mitzi Gaynor; জন্ম: ফ্রান্সেস্কা মার্লেনে ডা চানিই ফন গার্বার, ৪ সেপ্টেম্বর, ১৯৩১)[1] হলেন একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী। তিনি দেয়ার্স নো বিজনেস লাইক শো বিজনেস (১৯৫৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধি অর্জন করেন। ১৯৫৮ সালে রজার্স ও হ্যামারস্টেইনের সঙ্গীতনাট্যের চলচ্চিত্রায়ন সাউথ প্যাসিফিক-এ অভিনয় করে তিনি সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
মিট্জি গেনর | |
---|---|
![]() আনু. ১৯৫৪ সালে প্রচারণামূলক চিত্রে গেনর |
প্রারম্ভিক জীবন
গেনর ১৯৩১ সালের ৪ঠা সেপ্টেম্বর ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম ফ্রান্সেস্কা মার্লেনে ডা চানিই ফন গার্বার। তার পিতা হেনরি ফন গার্বার একজন বেহালাবাদক, সেলবাদক ও সঙ্গীত পরিচালক এবং তার মাতা পলিন একজন নৃত্যশিল্পী।[2][3] তার পিতার দ্বিতীয় বিবাহের ফলে তিনি যুদ্ধ-বিরোধী সমাজকর্মী ডোনাল্ড ডব্লিউ. ডানকানের সৎ বোন।[4]
যখন তার ৩ বছর বয়স তখন তার পরিবার প্রথম ইলিনয়ের এলজিনে চলে যান। পরে তারা ডেট্রয়েট এবং যখন তার ১১ বছর বয়স তখন হলিউড শহরে চলে যায়।[5] তিনি শৈশবে ব্যালেরিনা হিসেবে তালিম নেন এবং দলীয় নৃত্যশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
তথ্যসূত্র
- "Mitzi Gaynor"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৮।
- ম্যাকম্যানাস, মার্গারেট (১২ অক্টোবর, ১৯৬৯), "Presenting Francesca Mitzi", দ্য মিলওয়াউকি জার্নাল।
- Motion Picture, ম্যাকফেডেন-বার্টেল, 1952, পৃ. ৮৬।
- ম্যাকফেডেন, রবার্ট ডি. (৭ মে ২০১৬)। "Donald W. Duncan, 79, Ex-Green Beret and Early Critic of Vietnam War, Is Dead"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৮।
His stepfather’s daughter, Frances (Donald’s stepsister), became the actress Mitzi Gaynor.
- গিয়ার, ড্যান (১৯ মার্চ ২০১৩)। "Mitzi Gaynor: Superstar, one-time Elgin girl"। ডেইলি হেরাল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে মিট্জি গেনর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- অলমুভিতে মিট্জি গেনর (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মিট্জি গেনর
(ইংরেজি)