রবার্ট মিচাম

রবার্ট চার্লস ডারমান মিচাম (ইংরেজি: Robert Charles Durman Mitchum; ৬ আগস্ট ১৯১৭ - ১ জুলাই ১৯৯৭)[1] ছিলেন একজন মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক, কবি, সুরকার ও গায়ক। তিনি কয়েকটি ধ্রুপদী নোয়া চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতির শিখরে আরোহণ করেন। তিনি ১৯৫০ ও ১৯৬০-এর দশকে খলনায়কদের অগ্রদূত ছিলেন। তিনি তার অভিনীত আউট অব দ্য পাস্ট (১৯৪৭), দ্য নাইট অব দ্য হান্টার (১৯৫৫) ও কেপ ফিয়ার (১৯৬২) চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত।[2] দ্য স্টোরি অব জি.আই. জো (১৯৪৫) ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারে মনোনীত হন।

রবার্ট মিচাম
Robert Mitchum
১৯৪৯ সালের জুলাইয়ে মিচাম
জন্ম
রবার্ট চার্লস ডারমান মিচাম

(১৯১৭-০৮-০৬)৬ আগস্ট ১৯১৭
মৃত্যু১ জুলাই ১৯৯৭(1997-07-01) (বয়স ৭৯)
সান্তা বারবারা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিছাই প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে দেওয়া হয়েছে
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেতা, লেখক, সুরকার, গায়ক
কার্যকাল১৯৪২-১৯৯৭
দাম্পত্য সঙ্গীডরোথি স্পেন্স
(বি. ১৯৪০; মৃ. ১৯৯৭)
সন্তান
স্বাক্ষর

মিচাম ১৯৯২ সালে গোল্ডেন গ্লোব সেসিল বি. ডামিল পুরস্কার অর্জন করেন। ১৯৯৯ সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের ধ্রুপদী মার্কিন চলচ্চিত্রের সেরা পুরুষ তারকা তালিকায় তিনি ২৩তম স্থান অধিকার করেন।[3]

তথ্যসূত্র

  1. "Robert Mitchum"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮
  2. রস, গ্রায়েম (৪ আগস্ট ২০১৭)। "The reluctant movie star: 10 essential Robert Mitchum films"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮
  3. "AFI's 100 Years...100 Stars"এএফআইআমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.