দি ইন্ডিপেন্ডেন্ট
দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি: The Independent) একটি ব্রিটিশ দৈনিক পত্রিকা। টনি ওরাইলির ইন্ডিপেন্ডেন্ট নিউজ অ্যান্ড মিডিয়া এই পত্রিকাটি প্রকাশ করে। ১৯৮৬ সাল থেকে এটি প্রকাশিত হয়ে আসছে। ২০০৭ সালের আগস্ট মাসে এই পত্রিকার সার্কুলেশন সংখ্যা ছিল ২৪০,১১৬।
![]() দি ইন্ডিপেন্ডেন্টের বর্তমান প্রচ্ছদের লেআউট | |
ধরন | দৈনিক পত্রিকা |
---|---|
ফরম্যাট | কমপ্যাক্ট |
মালিক | ইন্ডিপেন্ডেন্ট নিউজ অ্যান্ড মিডিয়া |
সম্পাদক | দৈনিক - সিমন কেলনার, সানডে - ট্রিস্টান ডেভিস |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৬ |
রাজনৈতিক মতাদর্শ | লিবারেল / কেন্দ্রীয় বামপন্থী |
সদরদপ্তর | ক্যানারি হোয়ার্ফ, লন্ডন |
প্রচলন | ২৪০,১১৬ সোম-শুক্র, ২১৬,৩৭১ রবি |
দাপ্তরিক ওয়েবসাইট | www.independent.co.uk |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.