রবার্ট রেডফোর্ড

চার্লস রবার্ট রেডফোর্ড জুনিয়র (ইংরেজি: Charles Robert Redford Jr.; জন্ম: ১৮ আগস্ট ১৯৩৬) হলেন একজন মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক ও ব্যবসায়ী। তিনি সানড্যান্স চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা।

রবার্ট রেডফোর্ড
Robert Redford
২০১২ সালের এপ্রিলে রেডফোর্ড
জন্ম
চার্লস রবার্ট রেডফোর্ড জুনিয়র

(1936-08-18) ১৮ আগস্ট ১৯৩৬
জাতীয়তামার্কিন
যেখানের শিক্ষার্থীকলারাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়, প্র্যাট ইনস্টিটিউট, আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টস
পেশাঅভিনেতা, পরিচালক, প্রযোজক, ব্যবসায়ী
কার্যকাল১৯৬০-২০১৮
দাম্পত্য সঙ্গীলোলা ভ্যান ওয়েগনেন
(বি. ১৯৫৮; বিচ্ছেদ. ১৯৮৫)

সিবিল ৎজাগার্স (বি. ২০০৯)
সন্তান৪, অ্যামি রেডফোর্ড সহ
স্বাক্ষর
সানড্যান্স ইনস্টিটিউট

তার পরিচালিত প্রথম চলচ্চিত্র অর্ডিনারি পিপল ১৯৮০-এর দশকের অন্যতম সমাদৃত ও জনপ্রিয় চলচ্চিত্র ছিল, যা শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার অর্জন করে এবং রেডফোর্ড এই চলচ্চিত্র নির্মাণের জন্য শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি আউট অব আফ্রিকা (১৯৮৫) চলচ্চিত্র অভিনয় করেন, যা সমাদৃত হয় এবং বক্স অফিসেও সফল হয়। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে অস্কার লাভ করে। তিনি কুইজ শো (১৯৯৫) ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে মনোনয়ন লাভ করেন। তিনি তার শেষ চলচ্চিত্র দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান সমাপ্ত করার পর অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন।[1]

২০০২ সালে তিনি সম্মানসূচক অস্কার লাভ করেন। ২০১০ সালে তিনি লেজিওঁ দনরের শেভালিয়ে উপাধি লাভ করেন। এছাড়া তিনি তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি বাফটা পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন।

২০১৪ সালের এপ্রিলে টাইম সাময়িকী রেডফোর্ডকে তাদের বার্ষিক টাইম ১০০ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তালিকায় অন্তর্ভুক্ত করে এবং তাকে "ইন্ডি চলচ্চিত্রের গডফাদার" বলে উল্লেখ করে।[2] ২০১৬ সালে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করা হয়।[3]

তথ্যসূত্র

  1. পালভার, অ্যান্ড্রু (৬ আগস্ট ২০১৮)। "Robert Redford confirms retirement from acting"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৮
  2. "Robert Redford"টাইম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৮
  3. "President Obama Names Recipients of the Presidential Medal of Freedom"হোয়াইট হাউজ (ইংরেজি ভাষায়)। ১৬ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.