ফ্রেড জিনেমান

আলফ্রেড জিনেমান (২৯ এপ্রিল ১৯০৭ - ১৪ মার্চ ১৯৯৭) ছিলেন অস্ট্রিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি লোমহর্ষক, পশ্চিমা ধাঁচের, নোয়া চলচ্চিত্র, ও সাহিত্যের উপযোগকরণসহ বিভিন্ন ধরনের চলচ্চিত্র নির্মাণ করে চারটি একাডেমি পুরস্কার অর্জন করেছেন। পঞ্চাশ বছরের কর্মজীবনে তিনি ২৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।

ফ্রেড জিনেমান
১৯৪০-এর দশকে জিনেমান
জন্ম
আলফ্রেড জিনেমান

(১৯০৭-০৪-২৯)২৯ এপ্রিল ১৯০৭
অস্ট্রিয়া-হাঙ্গেরি (বর্তমান পোল্যান্ড)
মৃত্যু১৪ মার্চ ১৯৯৭(1997-03-14) (বয়স ৮৯)
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক
কার্যকাল১৯৩৮-১৯৮২
দাম্পত্য সঙ্গীরেনে বার্টলেট
(বি. ১৯৩৬; মৃ. ১৯৯৭)
সন্তান

তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল দ্য মেন (১৯৫০), হাই নুন (১৯৫২), ফ্রম হিয়্যার টু ইটার্নিটি (১৯৫৩), ওকলাহোমা! (১৯৫৫), দ্য নানস স্টোরি (১৯৫৯), আ ম্যান ফর অল সিজনস্ (১৯৬৬), দ্য ডে অব দ্য জেকেল (১৯৭৩), ও জুলিয়া (১৯৭৭)। তার নির্মিত চলচ্চিত্রসমূহ ৬৫টি বিভাগে অস্কারের মনোনয়ন পেয়েছে ও ২৪টি পুরস্কার জিতেছে।

জিনেমানের পরিচালনায় অভিনয় করে ১৯ জন অভিনয়শিল্পী অস্কারের মনোনয়ন লাভ করেছেন, তন্মধ্যে রয়েছেন ফ্রাঙ্ক সিনাত্রা, মন্টগামারি ক্লিফট, অড্রি হেপবার্ন, গ্লিনিস জন্স, পল স্কোফিল্ড, রবার্ট শ, ওয়েন্ডি হিলার, জেসন রবার্ডস, ভানেসা রেডগ্রেভ, জেন ফন্ডা, গ্যারি কুপার, ও ম্যাক্সিমিলিয়ান শেল

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.