মেল গিবসন

মেল গিবসন (ইংরেজি: Mel Gibson; জন্ম জানুয়ারি ৩, ১৯৫৬) একজন মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। তার অভিনিত ম্যাড ম্যাক্স সিরিজের ছবি দি রোড ওয়ারিয়র-এর জন্য তিনি সর্বপ্রথম বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেন। গিবসন পরবর্তীকালে লেথাল উইপন, ব্রেভহার্ট, কন্সপিরেসি থিওরি - ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন। ২০০৩ খ্রীস্টাব্দে যীশু খ্রীস্টের জীবন নিয়ে তার প্রযোজনায় তৈরি হয় দ্য প্যাশন অফ দ্য ক্রাইস্ট

মেল গিবসন

এও
Mel Gibson
মেল গিবসন ২০১৬
জন্ম
মেল-কম সিলে জেরার্ড গিবসন

(1956-01-03) জানুয়ারি ৩, ১৯৫৬
পিকসকিল, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাঅভিনেতা, চিত্র পরিচালক, চিত্র প্রযোজক, চিত্রনাট্যনির্মাতা
কার্যকাল১৯৭৬-বর্তমান
দাম্পত্য সঙ্গীরবিন মুর (১৯৮০–বর্তমান)

গিবসন নিউ ইয়র্কের পিকসকিলে জন্মগ্রহণ করেন। তিনি ১২ বছর বয়সে তার পিতামাতার সাথে অস্ট্রেলিয়ার সিডনিতে চলে যান এবং সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ড্রামাটিক আর্টে অভিনয় বিষয়ে পড়াশুনা করেন। ১৯৮০ এর দশকে তিনি স্বাধীন চলচ্চিত্র পরিচালক অ্যাটম ইগোয়ানের সাথে যৌথভাবে আইকন এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা কোম্পানি চালু করেন। ১৯৮১ সালে পরিচালক পিটার ওয়াইয়ার তাকে গালিপলি ছবিতে একটি প্রধান ভূমিকায় কাজের সুযোগ দেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি অস্ট্রেলিয়ান ফিল্ম ইনস্টিটিউট থেকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন এবং গম্ভীর ও ভিন্নধর্মী অভিনেতা হিসেবে সুনাম অর্জন করেন।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    মেল গিবসন পরিচালিত চলচ্চিত্রসমূহ
    দ্য ম্যান উইদাউট এ ফেইস ব্রেভ হার্ট‎ দ্যা প্যাশন অফ দ্য ক্রাইস্ট অ্যাপোক্যালিপ্টো
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.