কেভিন কসনার
কেভিন মাইকেল কসনার(ইংরেজি: Kevin Michael Costner) (জন্ম: ১৮ই জানুয়ারি, ১৯৫৫) একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং অভিনেতা। তিনি ড্যান্সেস উইথ উল্ভ্স (১৯৯০) চলচ্চিত্র লেফটেন্যান্ট জে ডানবার চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বিখ্যাত। এই ছবিটি ৭টি ক্ষেত্রে একাডমি পুরস্কার পেয়েছিল যার মধ্যে সেরা চিত্র এবং সেরা পরিচালকের পুরস্কার দুটিও ছিল।[1]
কেভিন কসনার Kevin Costner | |
---|---|
![]() কনসার ২০১৩ সিজার পুরস্কার অনুষ্ঠানে | |
জন্ম | কেভিন মাইকেল কসনার ১৮ জানুয়ারি ১৯৫৫ |
পেশা | অভিনেতা, প্রযোজক, চলচ্চিত্র পরিচালক |
কার্যকাল | ১৯৭৪ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী |
|
সন্তান | ৭ |
তথ্যসূত্র
- Stated on Inside the Actors Studio, 2001
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.