রিচার্ড লিংকলেটার
রিচার্ড লিংকলেটার (ইংরেজি ভাষায়: Richard Linklater) (জন্ম: ৩০শে জুলাই, ১৯৬০) মার্কিন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি বিফোর সানসেট সিনেমার জন্য সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য বিভাগে অস্কার (একাডেমি পুরস্কার) মনোনয়ন পেয়েছিলেন।
লিংকলেটারকে মার্কিন চলচ্চিত্রের "শ্মিট যুগ"-এর অন্যতম সেরা পরিচালক হিসেবে আখ্যায়িত করা হয়। শ্মিট যুগ ছিল মার্কিন স্বাধীন চলচ্চিত্রের যুগ। কোয়েন্টিন টারান্টিনো বা স্পাইক লি-র পাশাপাশি লিংকলেটারও সে যুগকে সমৃদ্ধ করেছেন। লিংকলেটারের ক্যারিয়ারের একটি বিশেষ দিক হল, তিনি অন্য অনেক স্বাধীন চলচ্চিত্র নির্মাতার মত ঝড়ে পড়েননি। প্রতিনিয়ত বর্ণনাধর্মী সুন্দর সুন্দর সিনেমা বানিয়ে গেছেন। আর এই সবগুলো সিনেমার বাজেটই ছিল খুব কম।
পরিচালিত চলচ্চিত্রসমূহ
- উডশক (১৯৮৫)
- ইটস ইমপসিবল টু লার্ন টু প্লাউ বাই রীডিং বুকস(১৯৮৯)
- স্ল্যাকার (১৯৯১)
- হেডস আই উইন/টেইলস ইউ লুজ (১৯৯১)
- ডেইযড অ্যান্ড কনফিউজড (১৯৯৩)
- ''বিফোর সানরাইজ'' (Before Sunrise - ১৯৯৫)
- সাবার্বিয়া (১৯৯৬)
- দ্য নিউটন বয়স (১৯৯৮)
- ওয়েকিং লাইফ (২০০১)
- টেইপ (২০০১)
- লাইভ ফ্রম শিভা’স ড্যান্স ফ্লোর (২০০৩)
- ''স্কুল অফ রক'' (School of Rock - ২০০৩)
- $৫.১৫/আওয়ার (২০০৪)
- ''বিফোর সানসেট'' (Before Sunset - ২০০৪)
- ব্যাড নিউজ বেয়ারস (২০০৫)
- আ স্ক্যানার ডার্কলি (২০০৬)
- ফাস্ট ফুড নেইশন (২০০৬)
- ইনিং বাই ইনিং: আ পোরট্রেট অভ আ কোচ (২০০৮)
- মি অ্যান্ড অরসন ওয়েলস (২০০৯)
- বয়হূড (২০১৩)
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.