জন শ্লেসিঞ্জার

জন রিচার্ড শ্লেসিঞ্জার, সিবিই (ইংরেজি: John Richard Schlesinger; ১৬ ফেব্রুয়ারি ১৯২৬২৫ জুলাই ২০০৩)[1] ছিলেন একজন ইংরেজ চলচ্চিত্র ও মঞ্চ পরিচালক ও অভিনেতা। তিনি তার চলচ্চিত্রে বিচিত্র ধরনের সংবেদনশীল গল্প বর্ণনা[2] ও নতুন নির্মাণ কৌশল ও সমকালীন দৃষ্টিকোণের আলোকে চলচ্চিত্র নির্মাণের জন্য প্রসিদ্ধ।[3] তিনি মিডনাইট কাউবয় (১৯৬৯) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার লাভ করেন এবং ডার্লিং (১৯৬৫) ও সানডে ব্লাডি সানডে (১৯৭১) চলচ্চিত্রের জন্য আরও দুটি একাডেমি পুরস্কারে মনোনীত হন।

জন শ্লেসিঞ্জার

John Schlesinger
চিত্র:John Schlesinger.jpg
জন্ম
জন রিচার্ড শ্লেসিঞ্জার

(১৯২৬-০২-১৬)১৬ ফেব্রুয়ারি ১৯২৬
হ্যাম্পস্টিড, লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু২৫ জুলাই ২০০৩(2003-07-25) (বয়স ৭৭)
যেখানের শিক্ষার্থীবালিওল কলেজ, অক্সফোর্ড
পেশাচলচ্চিত্র পরিচালক
কার্যকাল১৯৫৩-২০০৩

প্রারম্ভিক জীবন

শ্লেসিঞ্জার ১৯২৬ সালের ১৬ই ফেব্রুয়ারি লন্ডনের হ্যাম্পস্টিডে এক মধ্যবিত্ত ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বার্নার্ড এডওয়ার্ড শ্লেসিঞ্জার ছিলেন একজন চিকিৎসক এবং মাতা উইনিফ্রেড হেনরিয়েত্তা (জন্মনাম: রেজেনসবার্গ)। তিনি হিন্ডহেডের সেন্ট এডমুন্ডস স্কুল, আপিংহাম স্কুল ও অক্সফোর্ডের বালিওল কলেজে (১৯৪৭-৫০) পড়াশোনা করেন।[4] পরে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাট্য সংঘে জড়িত হন[5] এবং অভিনেতা হিসেবে কাজ করেন।

তথ্যসূত্র

  1. "John Schlesinger Biography (1926-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮
  2. "John Schlesinger | British director"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮
  3. "John Schlesinger"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। ২৬ জুলাই ২০০৩। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮
  4. ব্যাক্সটার, ব্রায়ান (২৬ জুলাই ২০০৩)। "Obituary: John Schlesinger"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮
  5. রোডস, রেচেল। "Jocelyn Page – interview transcript" (PDF)ব্রিটিশ লাইব্রেরি। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.