জন শ্লেসিঞ্জার
জন রিচার্ড শ্লেসিঞ্জার, সিবিই (ইংরেজি: John Richard Schlesinger; ১৬ ফেব্রুয়ারি ১৯২৬ – ২৫ জুলাই ২০০৩)[1] ছিলেন একজন ইংরেজ চলচ্চিত্র ও মঞ্চ পরিচালক ও অভিনেতা। তিনি তার চলচ্চিত্রে বিচিত্র ধরনের সংবেদনশীল গল্প বর্ণনা[2] ও নতুন নির্মাণ কৌশল ও সমকালীন দৃষ্টিকোণের আলোকে চলচ্চিত্র নির্মাণের জন্য প্রসিদ্ধ।[3] তিনি মিডনাইট কাউবয় (১৯৬৯) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার লাভ করেন এবং ডার্লিং (১৯৬৫) ও সানডে ব্লাডি সানডে (১৯৭১) চলচ্চিত্রের জন্য আরও দুটি একাডেমি পুরস্কারে মনোনীত হন।
জন শ্লেসিঞ্জার | |
---|---|
John Schlesinger | |
জন্ম | জন রিচার্ড শ্লেসিঞ্জার ১৬ ফেব্রুয়ারি ১৯২৬ |
মৃত্যু | ২৫ জুলাই ২০০৩ ৭৭) পাম স্প্রিংস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
যেখানের শিক্ষার্থী | বালিওল কলেজ, অক্সফোর্ড |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
কার্যকাল | ১৯৫৩-২০০৩ |
প্রারম্ভিক জীবন
শ্লেসিঞ্জার ১৯২৬ সালের ১৬ই ফেব্রুয়ারি লন্ডনের হ্যাম্পস্টিডে এক মধ্যবিত্ত ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বার্নার্ড এডওয়ার্ড শ্লেসিঞ্জার ছিলেন একজন চিকিৎসক এবং মাতা উইনিফ্রেড হেনরিয়েত্তা (জন্মনাম: রেজেনসবার্গ)। তিনি হিন্ডহেডের সেন্ট এডমুন্ডস স্কুল, আপিংহাম স্কুল ও অক্সফোর্ডের বালিওল কলেজে (১৯৪৭-৫০) পড়াশোনা করেন।[4] পরে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাট্য সংঘে জড়িত হন[5] এবং অভিনেতা হিসেবে কাজ করেন।
তথ্যসূত্র
- "John Schlesinger Biography (1926-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮।
- "John Schlesinger | British director"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮।
- "John Schlesinger"। দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। ২৬ জুলাই ২০০৩। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮।
- ব্যাক্সটার, ব্রায়ান (২৬ জুলাই ২০০৩)। "Obituary: John Schlesinger"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮।
- রোডস, রেচেল। "Jocelyn Page – interview transcript" (PDF)। ব্রিটিশ লাইব্রেরি। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে জন শ্লেসিঞ্জার সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জন শ্লেসিঞ্জার
(ইংরেজি) - টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে জন শ্লেসিঞ্জার
(ইংরেজি) - রটেন টম্যাটোসে জন শ্লেসিঞ্জার (ইংরেজি)