রিচার্ড অ্যাটনবারা

রিচার্ড স্যামুয়েল অ্যাটনবারা, ব্যারন অ্যাটনবারা সিবিই (জন্ম: ২৯শে আগস্ট, ১৯২৩ - ২৪ আগস্ট, ২০১৪) একজন ইংরেজ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং উদ্যোক্তা। তিনি গান্ধী চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজকশ্রেষ্ঠ পরিচালক বিভাগে দুটি একাডেমি পুরস্কার জিতেছেন, এবং বাফটা এবং গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেছেন। তিনি প্রকৃতিবাদী চলচ্চিত্র নির্মাতা ডেভিড অ্যাটনবারার ভাই।

লর্ড অ্যাটনবারা

CBE FKC
জন্ম
রিচার্ড স্যামুয়েল অ্যাটনবারা

(1923-08-29) ২৯ আগস্ট ১৯২৩
কেমব্রিজ, কেমব্রিজশায়ার, ইংল্যান্ড
মৃত্যু২৪ আগস্ট ২০১৪(2014-08-24) (বয়স ৯০)
ডানভিল হল, নর্থউড, লন্ডন, ইংল্যান্ড
জাতীয়তাব্রিটিশ
পেশাঅভিনেতা, পরিচালক, প্রযোজক, উদ্যোক্তা, রাজনীতিবিদ
কার্যকাল১৯৪২–২০০৭
দাম্পত্য সঙ্গীশেইলা সিম (বি. ১৯৪৫)
সন্তান৩ (মাইকেল অ্যাটনবারা সহ)
আত্মীয়ডেভিড অ্যাটনবারা (ভাই)
জন অ্যাটনবারা (ভাই)
পুরস্কারপূর্ণ তালিকা

জন্ম ও শিক্ষাজীবন

অ্যাটনবারা ১৯২৩ সালের ২৯ আগস্ট ক্যামব্রিজে জন্মগ্রহণ করেন।[1] তিনি ফ্রেডেরিক লেভি অ্যাটনবারা ও ম্যারি অ্যাটনবারার (প্রদত্ত নাম: ক্লেগ) তিন সন্তানের মধ্যে সবার বড়। তার পিতা ফ্রেডেরিক ছিলেন একজন পণ্ডিত ও শিক্ষাবিদ। তিনি ক্যামব্রিজের এমানুয়েল কলেজের ফেলো ছিলেন এবং অ্যাংলো স্যাক্সন আইনের উপর একটি আদর্শ পান্ডুলিপি রচনা করেছেন। তার মাতা ম্যারি ছিলেন বিবাহ নীতিমালা কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য।[2][3] অ্যাটনবারা লেস্টারের ওয়াইজেস্টন গ্রামার স্কুলে এবং রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে পড়াশুনা করেন।

কর্মজীবন

পুরস্কার ও সম্মাননা

একাডেমি পুরস্কার
গোল্ডেন গ্লোব পুরস্কার
বাফটা পুরস্কার

তথ্যসূত্র

  1. "Encyclopædia Britannica"। Britannica.com। ৯ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৮
  2. "Richard Attenborough profile at"। Filmreference.com। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৮
  3. "Richard Attenborough biography"। Movies.yahoo.com। ৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.