পিটার ইউস্টিনফ
স্যার পিটার আলেকজান্ডার ইউস্টিনফ[lower-alpha 1] CBE, FRSA (ইংরেজি: Peter Alexander Ustinov; জন্ম: পিটার আলেকজান্ডার ফন ইউস্টিনফ; ১৬ই এপ্রিল, ১৯২১ - ২৮শে মার্চ, ২০০৪) ছিলেন একজন ইংরেজ অভিনেতা, লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, মঞ্চ ও গীতিনাট্য নির্দেশক, চিত্রনাট্যকার, কৌতুকাভিনেতা, সংবাদপত্র ও ম্যাগাজিনের কলাম লেখক, বেতার সম্প্রচারক ও টেলিভিশন উপস্থাপক। তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় টেলিভিশন আলাপ অনুষ্ঠান ও লেকচার সার্কিটে কাজ করেছেন। একজন একজন বুদ্ধিজীবী ও কূটনৈতিক হিসেবে তিনি বিভিন্ন শিক্ষায়তনিক পদে দায়িত্ব পালন করেছেন এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত ও বিশ্ব ফেডারেলিস্ট আন্দোলনের সভাপতি ছিলেন।
স্যার পিটার ইউস্টিনফ CBE FRSA | |
---|---|
Peter Ustinov | |
![]() ১৯৭৩ সালে ইউস্টিনিফ | |
জন্ম | পিটার আলেকজান্ডার ফন ইউস্টিনফ ১৬ এপ্রিল ১৯২১ |
মৃত্যু | ২৮ মার্চ ২০০৪ ৮২) | (বয়স
মৃত্যুর কারণ | হৃদরোগ |
সমাধি | বারসিন্স সমাধি, নিয়ন, ভদ |
জাতীয়তা | ব্রিটিশ |
যেখানের শিক্ষার্থী | ওয়েস্টমিন্স্টার স্কুল |
পেশা |
|
কার্যকাল | ১৯৪০–২০০৪ |
দাম্পত্য সঙ্গী |
|
সন্তান | ৪ (তামারা উস্টিনফ সহ) |
পিতা-মাতা |
|
পুরস্কার | পূর্ণ তালিকা |
ইউস্টিনফ তার কর্মজীবনে একাধিক পুরস্কার জয় করেন, যার মধ্যে রয়েছে দুটি একাডেমি পুরস্কার, এমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার, বাফটা পুরস্কার, গ্র্যামি পুরস্কার এবং যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মান সরকার কর্তৃক প্রদত্ত রাষ্ট্রীয় সম্মাননা। ২০০৩ সালে ডারহাম বিশ্ববিদ্যালয় ১৯৯২ থেকে তার মৃত্যু পর্যন্ত উপাচার্য হিসেবে উস্টিনফের অবদান বিবেচনা করে তাদের গ্র্যাজুয়েট সোসাইটির নাম পরিবর্তন করে উস্টিনফ কলেজ নামকরণ করে।
প্রারম্ভিক জীবন
উস্টিনফ ১৯২১ সালের ১৬ই এপ্রিল লন্ডনে জন্মগ্রহণ করেন। তার পিতা ইয়োনা ফন ইউস্টিনফ ছিলেন রুশ, পোলীয় ইহুদি, জার্মান ও ইথিওপীয় বংশোদ্ভূত। উস্টিনফের পিতামহ প্লাটো ফন ইউস্টিনফ ছিলেন একজন রুশ অভিজাত এবং তার পিতামহী মাগডালেনা হল ছিলেন ইথিওপীয়-জার্মান-ইহুদি বংশোদ্ভূত। ইউস্টিনফের প্র-প্র-পিতামহ ছিলেন জার্মান চিত্রশিল্পী এডুয়ার্ড জান্ডার ও পিতামহী ছিলেন ইথিওপীয় অভিজাত সম্প্রদায়ের ইজেত্তে-ওয়ের্ক।[2]
গ্রন্থতালিকা
- অ্যাবলার্ড অ্যান্ড হেলোইস (Abelard and Heloise)
- অ্যাড আ ড্যাশ অব পিটি অ্যান্ড আদার স্টোরিজ (Add a Dash of Pity and Other Short Stories)
- বেটোফেন্স টেন্থ(Beethoven's Tenth)
- ব্রিউয়ার্স থিয়েটার (Brewer's Theatre, আইজ্যাক ও অন্যান্যদের সাথে)
- দ্য কমেডি কালেকশন (The Comedy Collection)
- ডিয়ার মি (Dear Me)
- ডিজইনফরমার: টু নভেলাস (Disinformer: Two Novellas)
- ফ্রন্টিয়ার্স অব দ্য সি (Frontiers of the Sea)
- জেনারেশন অ্যাট জিওপার্ডি: চিলড্রেন ইন সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্টার্ন ইউরোপ অ্যান্ড দ্য ফরমার সোভিয়েত ইউনিয়ন (Generation at Jeopardy: Children in Central and Eastern Europe and the Former Soviet Union, জাতিসংঘের শিশু তহবিলের সাথে)
- গড অ্যান্ড দ্য স্টেট রেলওয়েজ (God and the State Railways)
- হাফওয়ে আপ দ্য ট্রি (Halfway Up the Tree)
- দি ইনডিফারেন্ট শেফার্ড (The Indifferent Shepherd)
- জেমস থারবার উইথ থারবার (James Thurber with Thurber)
- ক্লপ অ্যান্ড দ্য ইউস্টিনফ ফ্যামিলি (Klop and the Ustinov Family, নাদিয়া বি. ইউস্টিনফের সাথে)
- ক্রুমনাজেল (Krumnagel)
- দ্য লাফটার অমনিবাস (The Laughter Omnibus)
- লাইফ ইজ অ্যান অপারেটা: অ্যান্ড আদার শর্ট স্টোরিজ (Life is an Operetta: And Other Short Stories)
- দ্য লুজার (The Loser)
- দ্য লাভ অব ফোর কালারস (The Love of Four Colonels)
- দ্য মেথুন বুক অব থিয়েটার ভার্স (The Methuen Book of Theatre Verse, জোনাথন ও মোইরা ফিল্ডের সাথে)
- মঁসিয়ে রনে (Monsieur Rene)
- মাই রাশিয়া (My Russia)
- দ্য মোমেন্ট অব ট্রুথ (The Moment of Truth)
- নিভনস হলিউড উইথ টম হাচিনসন (Niven's Hollywood with Tom Hutchinson)
- নো সাইন অব দ্য ডাভ ("No Sign of the Dove", মঞ্চনাটক, অসফল)
- দি ওল্ড ম্যান অ্যান্ড মিস্টার স্মিথ: আ ফেবল (The Old Man and Mr. Smith: A Fable)
- ফটো ফিনিশ (Photo Finish)
- কোটেবল ইউস্টিনফ (Quotable Ustinov)
- রোমানফ অ্যান্ড জুলিয়েট (Romanoff and Juliet)
- স্টিল অ্যাট লার্জ (Still at Large)
- দ্য থার্টিন ক্লকস উইথ জেমস থারবার (The 13 Clocks with James Thurber)
- দ্য ইউনিকর্ন ইন দ্য গার্ডেন অ্যান্ড আদার ফেবলস ফর আওয়ার টাইম (The Unicorn in the Garden and Other Fables for Our Time, জেমস থারবারের সাথে)
- দি আননোন সোলজার অ্যান্ড হিজ ওয়াইফ (The Unknown Soldier and His Wife)
- ইউস্টিনফ অ্যাট এইটি (Ustinov at Eighty)
- ইউস্টিনফ অ্যাট লার্জ (Ustinov at Large)
- ইউস্টিনফ ইন রাশিয়া (Ustinov in Russia)
- ইউস্টিনফ স্টিল অ্যাট লার্জ (Ustinov Still at Large)
পুরস্কার ও সম্মাননা
প্রতিযোগিতামূলক পুরস্কার
পুরস্কার | বছর | পুরস্কারের বিভাগ | মনোনীত কাজ | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
একাডেমি পুরস্কার | ১৯৫২ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | কু ভাদিস | মনোনীত | [3] |
১৯৬১ | স্পার্টাকাস | বিজয়ী | [4] | ||
১৯৬৫ | টপকাপি | বিজয়ী | [5] | ||
১৯৬৯ | শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য | হট মিলিয়ন্স | মনোনীত | [6] | |
এমি পুরস্কার | ১৯৫৮ | কেন্দ্রীয় বা পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ একক অভিনয় | অমনিবাস: দ্য লাইফ অব স্যামুয়েল জনসন | বিজয়ী | |
১৯৬৭ | কেন্দ্রীয় চরিত্রে অনন্য একক অভিনয় | বেয়ারফুট ইন এথেন্স | বিজয়ী | ||
১৯৭০ | আ স্ট্রর্ম ইন সামার | বিজয়ী | |||
১৯৮২ | তথ্যমূলক অনুষ্ঠানে অনন্য একক অবদান | অমনি: দ্য নিউ ফ্রন্টিয়ার | মনোনীত | ||
১৯৮৫ | প্রদর্শন কলায় অনন্য ধ্রুপদী অনুষ্ঠান | দ্য ওয়েল-টেম্পারড বাখ উইথ পিটার ইউস্টিনফ | মনোনীত | ||
গোল্ডেন গ্লোব পুরস্কার | ১৯৫২ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | কু ভাদিস | বিজয়ী | [7] |
১৯৬১ | স্পার্টাকাস | মনোনীত | [8] | ||
১৯৬৫ | সেরা অভিনেতা - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র | টপকাপি | মনোনীত | [9] | |
গ্র্যামি পুরস্কার | ১৯৬০ | শ্রেষ্ঠ শিশুতোষ রেকর্ডিং | প্রোকফিয়েফ: পিটার অ্যান্ড দ্য উলফ | বিজয়ী | |
১৯৭৪ | দ্য লিটল প্রিন্স | মনোনীত | |||
১৯৭৮ | রাসেল হোবান, দ্য মাউস অ্যান্ড হিজ চাইল্ড | মনোনীত | |||
১৯৮১ | শ্রেষ্ঠ কথ্য শব্দের অ্যালবাম | আ কার্ব ইন দ্য স্কাই | মনোনীত | ||
টনি পুরস্কার | ১৯৫৮ | শ্রেষ্ঠ মঞ্চনাটক | রোমানফ অ্যান্ড জুলিয়েট | মনোনীত | |
১৯৫৮ | মঞ্চনাটকে শ্রেষ্ঠ অভিনেতা | রোমানফ অ্যান্ড জুলিয়েট | মনোনীত | ||
বাফটা পুরস্কার | ১৯৬২ | শ্রেষ্ঠ ব্রিটিশ চিত্রনাট্য | বিলি বাড | মনোনীত | |
১৯৭৮ | শ্রেষ্ঠ অভিনেতা | ডেথ অন দ্য নাইল | মনোনীত | ||
১৯৯৫ | শ্রেষ্ঠ স্বল্প বিনোদনপূর্ণ কাজ | অ্যান ইভনিং উইথ স্যার পিটার ইউস্টিনফ | মনোনীত | ||
বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | ১৯৬১ | স্বর্ণ ভল্লুক | রোমানফ অ্যান্ড জুলিয়েট | মনোনীত | |
১৯৭২ | রৌপ্য ভল্লুক | হ্যামারস্মিথ ইজ আউট | বিজয়ী | [10] | |
১৯৭২ | স্বর্ণ ভল্লুক | হ্যামারস্মিথ ইজ আউট | মনোনীত |
আজীবন সম্মাননা
- ১৯৯২: ব্রিটানিয়া পুরস্কার
- ১৯৯৩: লন্ডন ক্রিটিকস পুরস্কার
- ১৯৯৪: বাম্বি
- ১৯৯৭: ডিভা পুরস্কারের জার্মান ভিডিও পদক
- ১৯৯৮: বাভারিয়ান টেলিভিশন পুরস্কার
- ২০০১: গোল্ডেনে কামেরা, বার্লিন
- ২০০২: বুদাপেস্ট ক্লাব থেকে প্ল্যানেটারি কনশাসনেস পুরস্কার
- ২০০৪: বাভারিয়ান চলচ্চিত্র পুরস্কার
- ২০০৪: ইউনিসেফ কর্তৃক রোজ দর চ্যারিটি পুরস্কার (মরণোত্তর)
পাদটীকা
- গেরট্রুড মিলার বলেন, পিটার ইউস্টিনফ নিজে "ইউস্টিনফ" (/ˈjuːstɪnɒf/) ও "উস্টিনফ" (/ˈuːstɪnɒf/) দুটি উচ্চারণই ঠিক বলে উল্লেখ করেছেন।[1]
তথ্যসূত্র
- Gertrude M. Miller (Editor). BBC Pronouncing Dictionary of British Names. Oxford University Press, 1971. আইএসবিএন ০-১৯-৪৩১১২৫-২.
- ম্যাকইউয়ান, ডরোথিয়া (২০১৩)। The Story of Däräsge Maryam। লিট ভারলাগ মুনস্টার। পৃষ্ঠা ৪৫। আইএসবিএন 3643904088। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮।
- "The 24th Academy Awards (1952) Nominees and Winners" (ইংরেজি ভাষায়)। অস্কার। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮।
- "The 33rd Academy Awards (1961) Nominees and Winners" (ইংরেজি ভাষায়)। অস্কার। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮।
- "The 37th Academy Awards (1965) Nominees and Winners" (ইংরেজি ভাষায়)। অস্কার। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮।
- "The 41st Academy Awards (1969) Nominees and Winners" (ইংরেজি ভাষায়)। অস্কার। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮।
- "Winners & Nominees 1952"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮।
- "Winners & Nominees 1961"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮।
- "Winners & Nominees 1965"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮।
- "Berlinale 1972: Prize Winners"। বার্লিনেল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে পিটার ইউস্টিনফ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় স্যার পিটার ইউস্টিনফ
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে পিটার ইউস্টিনফ
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে পিটার ইউস্টিনফ (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে পিটার ইউস্টিনফ (ইংরেজি)
- ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের স্ক্রিনঅনলাইনে পিটার ইউস্টিনফ
- ফাইন্ড এ গ্রেইভে পিটার ইউস্টিনফ (ইংরেজি)
টেমপ্লেট:পিটার ইউস্টিনফ