শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার
সেরা প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার (ইংরেজি: BAFTA Award for Best Actor in a Leading Role) হচ্ছে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস প্রদত্ত একটি চলচ্চিত্র পুরস্কার, যা চলচ্চিত্রে কেন্দ্রীয় ভূমিকায় অসামান্য অভিনয়ের জন্য চলচ্চিত্র অভিনেতাদের প্রদান করা হয়।
শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার | |
---|---|
![]() বর্তমান বিজয়ী: রামি মালেক | |
পুরষ্কারের কারণ | সেরা প্রধান চরিত্রে অভিনেতার অবদানের জন্য |
অবস্থান | যুক্তরাজ্য |
পুরস্কারদাতা | ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস |
প্রথম পুরস্কৃত | ১৯৫৩ (১৯৫২ সালের চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ (২০১৮ সালের চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | রামি মালেক বোহিমিয়ান র্যাপসোডি (২০১৮) |
ওয়েবসাইট | bafta |
বিজয়ী ও মনোনীতদের তালিকা
১৯৫২ থেকে ১৯৬৭ এর মধ্যে ব্রিটিশ এবং ব্রিটিশ ছাড়া অন্য অভিনেতাদের মধ্যে দুটো আলাদা পুরস্কার দেওয়া হতো, কিন্তু ১৯৬৮ সালে দুটো পুরস্কার একত্রিত করে একটি পুরস্কার প্রদান শুরু হয়। বর্তমান নামে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে ১৯৯৫ সাল থেকে।
- † দিয়ে একাডেমি পুরস্কার বিজয়ীকে নির্দেশ করে।
- ‡ দিয়ে একাডেমি পুরস্কারে মনোনীতকে নির্দেশ করে।
রাফ রিচার্ডসন দ্য সাউন্ড ব্যারিয়ার (১৯৫২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
.jpg)
মার্লোন ব্র্যান্ডো ভিভা জাপাতা! (১৯৫২), জুলিয়াস সিজার (১৯৫৩) ও অন দ্য ওয়াটারফ্রন্ট (১৯৫৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য টানা তিনবার এই পুরস্কার লাভ করেন।

পিটার ফিঞ্চ সাতটি মনোনয়ন হতে আ টাউন লাইক অ্যালিস (১৯৫৬), দ্য ট্রায়ালস্ অব অস্কার ওয়াইল্ড (১৯৬০), নো লাভ ফর জনি (১৯৬১), সানডে ব্লাডি সানডে (১৯৭১) ও নেটওয়ার্ক (১৯৭৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পাঁচবার এই পুরস্কার লাভ করেন।

সিডনি পোয়াটিয়ে ছয়টি মনোনয়ন হতে দ্য ডেফিয়ান্ট ওয়ানস্ (১৯৫৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন, তিনি এই বিভাগে পুরস্কার জয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা।[1]

জ্যাক লেমন সাম লাইক ইট হট (১৯৫৯), দি অ্যাপার্টমেন্ট (১৯৬০) ও দ্য চায়না সিনড্রোম (১৯৭৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন।

রিচার্ড বার্টন দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড ও হুজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া উল্ফ? (১৯৬৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।

ডাস্টিন হফম্যান তার সাতটি মনোনয়ন হতে মিডনাইট কাউবয় ও জন অ্যান্ড ম্যারি (১৯৬৯) এবং টুটসি (১৯৮৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন।

জিন হ্যাকম্যান দ্য ফ্রেঞ্চ কানেকশন ও দ্য পসাইডন অ্যাডভেঞ্চার (১৯৭২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।

জ্যাক নিকোলসন দ্য লাস্ট ডিটেইল ও চায়নাটাউন (১৯৭৪) এবং ওয়ান ফ্লু অভার দ্য কুকুস নেস্ট (১৯৭৫) চলচ্চিত্রের অভিনয়ের জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন।
১৯৫০-এর দশক
বছর | বিভাগ | অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৫২ (৬ষ্ঠ) |
ব্রিটিশ অভিনেতা | রাফ রিচার্ডসন | দ্য সাউন্ড ব্যারিয়ার | জন রিজফিল্ড | [2] |
বিদেশি অভিনেতা | মার্লোন ব্র্যান্ডো ‡ | ভিভা জাপাতা! | এমিলিয়ানো জাপাতা | ||
১৯৫৩ (৭ম) |
ব্রিটিশ অভিনেতা | জন গিলগুড | জুলিয়াস সিজার | ক্যাসিয়াস | [3] |
বিদেশি অভিনেতা | মার্লোন ব্র্যান্ডো ‡ | জুলিয়াস সিজার | মার্ক অ্যান্থনি | ||
১৯৫৪ (৮ম) |
ব্রিটিশ অভিনেতা | কেনেথ মোর | ডক্টর ইন দ্য হাউজ | রিচার্ড গ্রিমস্ডিক | [4] |
বিদেশি অভিনেতা | মার্লোন ব্র্যান্ডো ‡ | অন দ্য ওয়াটারফ্রন্ট | টেরি ম্যালয় | ||
জেমস স্টুয়ার্ট | দ্য গ্লেন মিলার স্টোরি | গ্লেন মিলার | |||
ফ্রেডরিক মার্চ | এক্সিকিউটিভ সুইট | লরেন ফিনিস শ | |||
নেভিল ব্র্যান্ড | রায়ট ইন সেল ব্লক ইলেভেন | জেমস ভি. ডান | |||
হোসে ফেরার | দ্য কেইন মিউটিনি | বার্নি গ্রিনওয়াল্ড | |||
১৯৫৫ (৯ম) |
ব্রিটিশ অভিনেতা | লরন্স অলিভিয়ে | থার্ড রিচার্ড | তৃতীয় রিচার্ড | [5] |
বিদেশি অভিনেতা | আর্নেস্ট বোর্গনাইন † | মার্টি | মার্টি পিলেতি | ||
১৯৫৬ (১০ম) |
ব্রিটিশ অভিনেতা | পিটার ফিঞ্চ | আ টাউন লাইক অ্যালিস | জো হারম্যান | [6] |
বিদেশি অভিনেতা | ফ্রঁসোয়া পেরিয়ে | জেরভাইস | অঁরি ক্যুপ্যু | ||
১৯৫৭ (১১তম) |
ব্রিটিশ অভিনেতা | আলেক গিনেজ † | দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই | কমান্ডার নিকোলসন | [7] |
ট্রেভর হাওয়ার্ড | ম্যানুয়েলা | জেমস প্রথেরো | |||
পিটার ফিঞ্চ | উইন্ডম্স ওয়ে | আলেক উইন্ডম | |||
মাইকেল রেডগ্রেভ | টাইম উইদাউট পিটি | ডেভিড গ্রাহাম | |||
লরন্স অলিভিয়ে | দ্য প্রিন্স অ্যান্ড দ্য শোগার্ল | চার্লস, কার্পাথিয়ার যুবরাজ | |||
বিদেশি অভিনেতা | হেনরি ফন্ডা | টুয়েলভ অ্যাংরি মেন | জুরি ৮ | ||
১৯৫৮ (১২তম) |
ব্রিটিশ অভিনেতা | ট্রেভর হাওয়ার্ড | দ্য কি | ক্রিস ফোর্ড | [8] |
বিদেশি অভিনেতা | সিডনি পোয়াটিয়ে ‡ | দ্য ডেফিয়ান্ট ওয়ানস্ | নোহ কুলেন | ||
১৯৫৯ (১৩তম) |
ব্রিটিশ অভিনেতা | পিটার সেলার্স | আই এম অল রাইট ব্যাক | ফ্রেড কাইট | [9] |
বিদেশি অভিনেতা | জ্যাক লেমন ‡ | সাম লাইক ইট হট | জেরি / "ড্যাফনি" |
১৯৬০-এর দশক
বছর | বিভাগ | অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৬০ | ব্রিটিশ অভিনেতা | পিটার ফিঞ্চ | দ্য ট্রায়ালস্ অব অস্কার ওয়াইল্ড | অস্কার ওয়াইল্ড | [10] |
বিদেশি অভিনেতা | জ্যাক লেমন ‡ | দি অ্যাপার্টমেন্ট | সি.সি. ব্যাক্সটার | ||
১৯৬১ | ব্রিটিশ অভিনেতা | পিটার ফিঞ্চ | নো লাভ ফর জনি | জনি ব্রাইন | [11] |
ডার্ক বোগার্ড | ভিকটিম | মেলভিল ফার | |||
বিদেশি অভিনেতা | পল নিউম্যান ‡ | দ্য হাসলার | "ফাস্ট এডি" ফেলসন | ||
১৯৬২ | ব্রিটিশ অভিনেতা | পিটার ওটুল ‡ | লরেন্স অব অ্যারাবিয়া | টি. ই. লরেন্স | [12] |
বিদেশি অভিনেতা | বার্ট ল্যাঙ্কেস্টার | বার্ডম্যান অব অ্যালকাট্রেজ | রবার্ট স্ট্রোড | ||
১৯৬৩ | ব্রিটিশ অভিনেতা | ডার্ক বোগার্ড | স্য সারভেন্ট | হুগো ব্যারেট | [13] |
বিদেশি অভিনেতা | মারচেল্লো মাস্ত্রোইয়ান্নি ‡ | দিভোর্জিও আল্লিতালিয়ানা | ফার্দিনান্দো সেফালো | ||
১৯৬৪ | ব্রিটিশ অভিনেতা | রিচার্ড অ্যাটনবারা | গানস্ অ্যাট বাটাসি | আরএসএম লডেরডেল | [14] |
সিন্স অন আ ওয়েট আফটারনুন | বিলি স্যাভেজ | ||||
বিদেশি অভিনেতা | মারচেল্লো মাস্ত্রোইয়ান্নি | ইয়েরি, ওগি, দোমানি | কারমিন বারাত্তি/ রেঞ্জো / অগস্তো রুস্কনি | ||
ক্যারি গ্র্যান্ট | শেরাড | পিটার জশুয়া | |||
সিডনি পোয়াটিয়ে † | লিলিস অব দ্য ফিল্ড | হোমার স্মিথ | |||
স্টার্লিং হেইডেন | ডক্টর স্ট্রেঞ্জলাভ | বিজি জ্যাক ডি. রিপার | |||
১৯৬৫ | ব্রিটিশ অভিনেতা | ডার্ক বোগার্ড | ডার্লিং | রবার্ট গোল্ড | [15] |
বিদেশি অভিনেতা | লি মারভিন † | ক্যাট বালো | কিড শেলিন / টিম স্ট্রন | ||
দ্য কিলার্স | চার্লি স্ট্রম | ||||
১৯৬৬ | ব্রিটিশ অভিনেতা | রিচার্ড বার্টন ‡ | দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড | আলেক লিমাস | [16] |
হুজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া উল্ফ | জর্জ | ||||
বিদেশি অভিনেতা | রড স্টাইগার | দ্য পনব্রোকার | সোল নজারম্যান | ||
১৯৬৭ | ব্রিটিশ অভিনেতা | পল স্কোফিল্ড †* | আ ম্যান ফর অল সিজনস্ | থমাস মুর | [17] |
ডার্ক বোগার্ড | এক্সিডেন্ট | স্টিভেন | |||
আওয়ার মাদার্স হাউজ | চার্লি হুক | ||||
জেমস মেসান | দ্য ডেডলি অ্যাফেয়ার | চার্লস ডবস | |||
রিচার্ড বার্টন | দ্য টেমিং অব দ্য শ্রু | পেত্রুশিও | |||
বিদেশি অভিনেতা | রড স্টাইগার † | ইন দ্য হিট অব দ্য নাইট | পুলিশ প্রধান বিল গিলেস্পি | ||
অরসন ওয়েলস | কাম্পানাদাস আ মেদিয়ানোশ | স্যার জন ফালস্টাফ | |||
ওয়ারেন বেটি ‡ | বনি অ্যান্ড ক্লাইড | ক্লাইড ব্যারো | |||
সিডনি পোয়াটিয়ে | ইন দ্য হিট অব দ্য নাইট | ভার্জিন টিবস |
১৯৯০-এর দশক
বছর | অভিনেতা | ভূমিকা | চলচ্চিত্র | সূত্র |
---|---|---|---|---|
১৯৯০ (৪৪তম) |
ফিলিপ নোয়ারে | আলফ্রেদো | সিনেমা পারাদিসো | [18] |
টম ক্রুজ | রন কোভিচ ‡ | বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই | ||
রবার্ট ডি নিরো | জিমি কনওয়ে | গুডফেলাস | ||
শন কনারি | ক্যাপ্টেন মার্কো রামিউস | দ্য হান্ট ফর রেড অক্টোবর | ||
১৯৯১ (৪৫তম) |
অ্যান্থনি হপকিন্স † | হ্যানিবল লেকটার | দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস | [19] |
১৯৯২ (৪৬তম) |
রবার্ট ডাউনি জুনিয়র | চার্লি চ্যাপলিন ‡ | চ্যাপলিন | [20] |
১৯৯৩ (৪৭তম) |
অ্যান্থনি হপকিন্স | সি. এস. লুইস | শ্যাডোল্যান্ডস | [21] |
অ্যান্থনি হপকিন্স | জেমস স্টিভেন্স ‡ | দ্য রিমেইন্স অব দ্য ডে | ||
ড্যানিয়েল ডে লুইস | গেরি কনলন ‡ | অগাস্ট: ওসেজ কাউন্টি | ||
লিয়াম নিসন | অস্কার শিন্ডলার ‡ | শিন্ডলার্স লিস্ট | ||
১৯৯৪ (৪৮তম) |
হিউ গ্রান্ট | চার্লস | ফোর ওয়েডিং অ্যান্ড আ ফিউনারেল | [22] |
১৯৯৫ (৪৯তম) |
নাইজেল হথোর্ন | তৃতীয় জর্জ ‡ | দ্য ম্যাডনেস অব কিং জর্জ | [23] |
১৯৯৬ (৫০তম) |
জেফ্রি রাশ | ডেভিড হেলফগট † | শাইন | [24] |
ইয়ান ম্যাক্কেলেন | তৃতীয় রিচার্ড | থার্ড রিচার্ড | ||
টিমোথি স্পাল | মরিস পিউরলি | সিক্রেটস অ্যান্ড লাইজ | ||
রেফ ফাইঞ্জ | কাউন্ট লাজলো দ্য আলমাসি ‡ | দ্য ইংলিশ পেশন্ট | ||
১৯৯৭ (৫১তম) |
রবার্ট কার্লাইল | গ্যাজ স্কোফিল্ড | দ্য ফুল মন্টি | [25] |
১৯৯৮ (৫২তম) |
রবের্তো বেনিইনি † | গুইদো | লা ভিতা এ বেল্লা | [26] |
জোসেফ ফাইঞ্জ | উইলিয়াম শেকসপিয়র | শেকসপিয়ার ইন লাভ | ||
টম হ্যাঙ্কস | ক্যাপ্টেন জন এইচ. মিলার ‡ | সেভিং প্রাইভেট রায়ান | ||
মাইকেল কেইন | রে সে | লিটল ভয়েস | ||
১৯৯৯ (৫৩তম) |
কেভিন স্পেসি | লেস্টার বার্নহাম † | আমেরিকান বিউটি | [27] |
ওম পুরি | জর্জ খান | ইস্ট ইজ ইস্ট | ||
জিম ব্রডবেন্ট | গিলবার্ট | টপসি-টার্ভি | ||
রাসেল ক্রো | জেফ্রি উইগান্ড | দি ইনসাইড | ||
রেফ ফাইঞ্জ | মরিস বেন্দ্রা | দি এন্ড অব দ্য অ্যাফেয়ার |
২০১০-এর দশক
বছর | অভিনেতা | ভূমিকা | চলচ্চিত্র | সূত্র |
---|---|---|---|---|
২০১০ (৬৪তম) |
কলিন ফার্থ | রাজা ষষ্ঠ জর্জ | দ্য কিংস স্পিচ | [28] |
২০১১ (৬৫তম) |
জঁ দ্যুজার্দাঁ † | জর্জ ভালেন্তিন | দি আর্টিস্ট | [29] |
২০১২ (৬৬তম) |
ড্যানিয়েল ডে-লুইস | আব্রাহাম লিংকন | লিংকন | [30] |
২০১৩ (৬৭তম) |
চুয়াটেল এজিওফর | সলোমন নর্থপ | টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ | [31] |
২০১৪ (৬৮তম) |
এডি রেডমেইন | স্টিভেন হকিং | দ্য থিওরি অব এভরিথিং | [32] |
২০১৫ (৬৯তম) |
লিওনার্দো ডিক্যাপ্রিও | হিউ গ্লাস | দ্য রেভেন্যান্ট | [33] |
২০১৬ (৭০তম) |
কেসি অ্যাফ্লেক | লি চ্যান্ডলার | ম্যানচেস্টার বাই দ্য সি | [34] |
২০১৭ (৭১তম) |
গ্যারি ওল্ডম্যান | উইনস্টন চার্চিল | ডার্কেস্ট আওয়ার | [35] |
২০১৮ (৭২তম) |
রামি মালেক | ফ্রেডি মার্কারি | বোহিমিয়ান র্যাপসোডি | [35] |
* পল স্কোফিল্ড ১৯৬৬ সালের একাডেমি পুরস্কার আয়োজনে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন।
আরও দেখুন
তথ্যসূত্র
- Crouse 2005, পৃ. 177
- "Film in 1953 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- "Film in 1954 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- "Film in 1955 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- "Film in 1956 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- "Film in 1957 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- "Film in 1958 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- "Film in 1959 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- "Film in 1960 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- "Film in 1961 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- "Film in 1962 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- "Film in 1963 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- "Film in 1964 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- "Film in 1965 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- "Film in 1966 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- "Film in 1967 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- "Film in 1968 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- "Film in 1991 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮।
- "Film in 1992 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮।
- "Film in 1993 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮।
- "Film in 1994 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮।
- "Film in 1995 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮।
- "Film in 1996 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮।
- "Film in 1997 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮।
- "Film in 1998 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮।
- "Film in 1999 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮।
- "Film in 2000 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮।
- "Film in 2011 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
- "Film in 2012 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
- "Film in 2013 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
- "Film in 2014 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
- "Film in 2015 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
- "Film in 2016 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
- "Film in 2017 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
- "Film in 2018 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.