দি আর্টিস্ট (চলচ্চিত্র)

দি আর্টিস্ট হল ২০১১ সালের ফরাসি হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। ছবিটি সাদাকালো নির্বাক চলচ্চিত্র নির্মাণ রীতিতে নির্মিত হয়েছে।[3] থমাস ল্যাংম্যান প্রযোজিত চলচ্চিত্রটি রচনা, পরিচালনা ও সহ-সম্পাদনা করেন মিশেল আজানাভিস্যুস এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেন জঁ দ্যুজার্দাঁবেরেনিস বেয়ো[4] ১৯২৭ থেকে ১৯৩২ সালের মধ্যকার সময়ে হলিউডের পটভূমিতে নির্মিত ছবিটিতে বয়স্ক নির্বাক চলচ্চিত্রের তারকা ও একজন উঠতি অভিনেত্রীর মধ্যকার সম্পর্ক চিত্রিত হয়েছে, যারা সবাক চলচ্চিত্রের আগমনে তাদের কর্মে সেকেলে হয়ে পড়ে।

দি আর্টিস্ট
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
The Artist
পরিচালকমিশেল আজানাভিস্যুস
প্রযোজকথমাস ল্যাংম্যান
রচয়িতামিশেল আজানাভিস্যুস
শ্রেষ্ঠাংশে
সুরকারলুদভিস বোর্স
চিত্রগ্রাহকগুইয়াম শিফম্যান
সম্পাদক
  • অান-সফি বিয়োঁ
  • মিশেল আজানাভিস্যুস
প্রযোজনা
কোম্পানি
  • লা পেতিত রেইন
  • স্টুডিও থার্টি সেভেন
  • লা ক্লাস আমেরিকাইন
  • ফ্রান্স থ্রি সিনেমা
  • ইউ ফিল্ম
  • জোরর প্রডাকশন্স
  • জেডি প্রড
পরিবেশকওয়ার্নার ব্রস. (ফ্রান্স)
মুক্তি
  • ১৫ মে ২০১১ (2011-05-15) (কান)
  • ১২ অক্টোবর ২০১১ (2011-10-12) (ফ্রান্স)
দৈর্ঘ্য১০০ মিনিট[1]
দেশফ্রান্স
ভাষানির্বাক
ইংরেজি আন্তঃভাষ্য
নির্মাণব্যয়$১৫ মিলিয়ন[2]
আয়$১৩৩.৪ মিলিয়ন[2]

কুশীলব

  • জঁ দ্যুজার্দাঁ - জর্জ ভ্যালেন্টিন
  • বেরেনিস বেয়ো - পেপি মিলার
  • উগি - কুকুর জ্যাক
  • জন গুডম্যান - আল জিমার
  • জেমস ক্রমওয়েল - ক্লিফটন
  • মিসি পাইল - কনস্ট্যান্স
  • পেনেলোপে অ্যান মিলার - ডরিস ভ্যালেন্টিন
  • ম্যালকম ম্যাকডোয়েল - ভৃত্য
  • বিৎসি তুলশ - নর্মা

সঙ্গীত

দি আর্টিস্ট চলচ্চিত্রের সঙ্গীত
লুদভিস বোর্স কর্তৃক অ্যালবাম
মুক্তির তারিখ১০ অক্টোবর ২০১১
শব্দধারণের সময়২০১১
ঘরানাচলচ্চিত্রের সঙ্গীত
দৈর্ঘ্য৭৭:৩৯
সঙ্গীত প্রকাশনীসনি ক্লাসিক্যাল রেকর্ডস
পেশাদারী মূল্যায়ন
পর্যালোচনা স্কোর
উৎসমূল্যায়ন
ফিল্মট্র্যাক
মুভি মিউজিক ইউকে
স্ক্রিন ইনভেশন
স্ট্যাটিক মাস এম্পোরিয়াম

চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন লুদভিস বোর্স। একটি গানের সুর করেন আলবার্তো জিনাস্তেরা।

গানের তালিকা

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."দি আর্টিস্ট ওভার্চার" লুদভিস বোর্সআর্নস্ট ফান টিয়েল ও ব্রাসেলস ফিলহার্মোনিক১:০২
২."নাইনটিন টুয়েন্টি সেভেন: আ রাশিয়ান অ্যাফেয়ার" লুদভিস বোর্সআর্নস্ট ফান টিয়েল ও ব্রাসেলস ফিলহার্মোনিক৩:৩৬
৩."জর্জ ভ্যালেন্টিন" লুদভিস বোর্সআর্নস্ট ফান টিয়েল ও ব্রাসেলস ফিলহার্মোনিক৫:৩৫
৪."প্রিটি পেপি" লুদভিস বোর্সআর্নস্ট ফান টিয়েল ও ব্রাসেলস ফিলহার্মোনিক২:৩২
৫."অ্যাট দ্য কিনোগ্রাফ স্টুডিওজ" লুদভিস বোর্সআর্নস্ট ফান টিয়েল ও ব্রাসেলস ফিলহার্মোনিক১:৩৭
৬."ফান্তাইসি দিয়ামোর" লুদভিস বোর্সআর্নস্ট ফান টিয়েল ও ব্রাসেলস ফিলহার্মোনিক৩:০৯
৭."ভালৎজ ফর পেপি" লুদভিস বোর্সআর্নস্ট ফান টিয়েল ও ব্রাসেলস ফিলহার্মোনিক৩:২২
৮."এস্তানসিয়া ওপ. এইট মুভমেন্ট টু"আলবার্তো জিনাস্তেরাআলবার্তো জিনাস্তেরাআর্নস্ট ফান টিয়েল ও ব্রাসেলস ফিলহার্মোনিক৩:৪০

তথ্যসূত্র

  1. "The Artist (PG)"ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ২০ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৮
  2. "The Artist (2011)"বক্স অফিস মোজোআইএমডিবি। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৮
  3. "'The Artist' is artful in the way it wins you over – 3 1/2 stars"শিকাগো ট্রিবিউন। ২৩ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৮
  4. Smith, Ian Hayden (২০১২)। International Film Guide 2012। পৃষ্ঠা 117। আইএসবিএন 978-1908215017।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.