রকি (১৯৭৬-এর চলচ্চিত্র)

রকি হল ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন ক্রীড়াভিত্তিক নাট্যধর্মী চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন জন জি. অ্যাভিল্ডসেন এবং রচনা করেছেন ও নাম ভূমিকায় অভিনয় করেছেন সিলভেস্টার স্ট্যালোন[1] এতে অশিক্ষিত কিন্তু দয়ালু ইতালীয়-মার্কিন মুষ্টিযোদ্ধা রকি বালবোয়ার গল্প বর্ণিত হয়েছে, যিনি তার ঋণ পরিশোধের জন্য ফিলাডেলফিয়ায় মুষ্টিযুদ্ধে লিপ্ত হন। ছবিটিতে অদ্রিয়ানের ভূমিকায় অভিনয় করেন তালিয়া শায়ার, আদ্রিয়ানের ভাইয়ের ভূমিকায় বার্ট ইয়ং, রকির প্রশিক্ষক মিকি গোল্ডমিলের ভূমিকায় বার্গেস মেরেডিথ এবং চ্যাম্পিয়ন অ্যাপোলো ক্রিডের ভূমিকায় কার্ল ওয়েদার্স।

রকি
Rocky
পরিচালকজন জি. অ্যাভিল্ডসেন
প্রযোজক
  • আরভিন উইঙ্কলার
  • রবার্ট শার্টফ
রচয়িতাসিলভেস্টার স্ট্যালোন
শ্রেষ্ঠাংশে
  • সিলভেস্টার স্ট্যালোন
  • তালিয়া শায়ার
  • বার্ট ইয়ং
  • কার্ল ওয়েদার্স
  • বার্গেস মেরেডিথ
সুরকারবিল কন্টি
চিত্রগ্রাহকজেমস ক্রেব
সম্পাদক
  • রিচার্ড হ্যালসি
  • স্কট কনরাড
প্রযোজনা
কোম্পানি
ইউনাইটেড আর্টিস্ট্‌স
শার্টফ-উইঙ্কলার প্রডাকশন্স
পরিবেশকইউনাইটেড আর্টিস্ট্‌স
মুক্তি
  • ২১ নভেম্বর ১৯৭৬ (1976-11-21) (নিউ ইয়র্ক সিটি)
  •  ডিসেম্বর ১৯৭৬ (1976-12-03) (মার্কিন যুক্তরাষ্ট্র)
দৈর্ঘ্য১১৯ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১ মিলিয়ন
আয়$২২৫ মিলিয়ন

$১ মিলিয়ন নির্মাণ ব্যয়ে নির্মিত চলচ্চিত্রটি স্লিপার হিট তকমা লাভ করে এবং বৈশ্বিক বক্স অফিস থেকে $২২৫ মিলিয়ন আয় করে ১৯৭৬ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় অন্তর্ভুক্ত হয়। চলচ্চিত্রটি ইতিবাচক পর্যালোচনা অর্জন করে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কারসহ তিনটি বিভাগে অস্কার লাভ করে। এই ছবির মধ্য দিয়ে স্ট্যালোন প্রধান তারকা হয়ে ওঠেন।[2] ২০০৬ সালে লাইব্রেরি অব কংগ্রেস "সাংস্কৃতিক, ঐতিহাসিক বা নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ" বিবেচনায় ছবিটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচন করে। রকি ছবিটি ক্রীড়াভিত্তিক চলচ্চিত্র ধরনের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত এবং ২০০৮ সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট রেজিং বুল ছবির পরে ক্রীড়াভিত্তিক চলচ্চিত্র ধরনের দ্বিতীয় সেরা চলচ্চিত্র হিসেবে আখ্যায়িত করে।

চলচ্চিত্রটির সাতটি অনুবর্তী পর্ব নির্মিত হয়েছে, সেগুলো হল রকি টু (১৯৭৯), রকি থ্রি (১৯৮২), রকি ফোর (১৯৮৫), রকি ফাইভ (১৯৯০), রকি বালবোয়া (২০০৬), ক্রিড (২০১৫) এবং ক্রিড টু (২০১৮)। স্ট্যালোন পরবর্তী সাতটি চলচ্চিত্রেই অভিনয় করেছেন, প্রথম পাঁচটি রচনা করেছেন এবং চারটি পরিচালনা করেছেন (অ্যাভিল্ডসেন রকি ফাইভ পরিচালনা করেন এবং রায়ান কুগলার ক্রিড পরিচালনা করেন)।

তথ্যসূত্র

  1. "Rocky"টার্নার ক্লাসিক মুভিজ। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৮
  2. "ইনসাইড দি অ্যাক্টরস স্টুডিও উইথ সিলভেস্টার স্ট্যালোন"

বহিঃসংযোগ

টেমপ্লেট:জন জি. অ্যাভিল্ডসেন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.