গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা চলচ্চিত্র - নাট্য)
সেরা নাট্য চলচ্চিত্রের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার, যা বছরের সেরা নাট্য চলচ্চিত্রের জন্য প্রদান করা হয়। ১৯৫১ সাল থেকে এই চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে আসছে।
গোল্ডেন গ্লোব পুরস্কার সেরা চলচ্চিত্র - নাট্য | |
---|---|
![]() | |
পুরষ্কারের কারণ | সেরা নাট্যধর্মী চলচ্চিত্র |
অবস্থান | যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন |
প্রথম পুরস্কৃত | ১৯৫১ (১৯৫০-এর চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ (২০১৮-এর চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | বোহিমিয়ান র্যাপসোডি (২০১৮) |
ওয়েবসাইট | goldenglobes |
প্রথমে সেরা চলচ্চিত্রের জন্য একটি পুরস্কার প্রদান করা হত, পরে ১৯৫১ সাল থেকে নাট্য এবং সঙ্গীতধর্মী বা কমেডি চলচ্চিত্রের জন্য আলাদা দুটি পুরস্কার প্রদান শুরু হয়। ১৯৫৩ সালে আবার একবার দুটি বিভাগের জন্য একটি পুরস্কার দেওয়া হয়েছিল।
বিজয়ী ও মনোনীতদের তালিকা
- "†" একাডেমি পুরস্কার বিজয়ী।
- "‡" একাডেমি পুরস্কার মনোনীত।
- "§" একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন নি।
১৯৫০-এর দশক
বছর | চলচ্চিত্র | প্রযোজক | তথ্যসূত্র |
---|---|---|---|
১৯৫১ | আ প্লেস ইন দ্য সান | জর্জ স্টিভেন্স | [1] |
১৯৫২ | দ্য গ্রেটেস্ট শো অন আর্থ | সেসিল বি. ডামিল | [2] |
১৯৫৩ | দ্য রোব | ফ্রাঙ্ক রস | [3] |
১৯৫৪ | অন দ্য ওয়াটারফ্রন্ট | স্যাম স্পাইজেল | [4] |
১৯৫৫ | ইস্ট অব এডেন | এলিয়া কাজান | [5] |
১৯৫৬ | অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ | কেভিন ম্যাকক্লোরি | [6] |
১৯৫৭ | দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই | স্যাম স্পাইজেল | [7] |
১৯৫৮ | দ্য ডিফায়্যান্ট ওয়ানস্ | স্ট্যানলি ক্রেমার | [8] |
১৯৫৯ | বেন-হার | স্যাম জিম্বালিস্ট | [9] |
কাম টু দ্য স্টেবল | স্যামুয়েল জি. এঞ্জেল |
১৯৬০-এর দশক
বছর | চলচ্চিত্র | প্রযোজক | তথ্যসূত্র |
---|---|---|---|
১৯৬০ | স্পার্টাকাস | কার্ক ডগলাস | [10] |
১৯৬১ | দ্য গান্স অব নাভারন | কার্ল ফোরম্যান | [11] |
১৯৬২ | লরেন্স অব অ্যারাবিয়া | স্যাম স্পাইজেল | [12] |
১৯৬৩ | দ্য কার্ডিনাল | মার্টিন সি. শুট | [13] |
১৯৬৪ | বেকেট | হল বি. ওয়ালিস | [14] |
১৯৬৫ | ডক্টর ঝিভাগো | কার্লো পন্টি | [15] |
১৯৬৬ | আ ম্যান ফর অল সিজনস্ | ফ্রেড জিনেমান | [16] |
১৯৬৭ | ইন দ্য হিট অফ দ্য নাইট | ওয়াল্টার মিরিশ্চ | [17] |
১৯৬৮ | দ্য লায়ন ইন উইন্টার | মার্টিন পল | [18] |
১৯৬৯ | অ্যানি অব দ্য থাউজেন্ট দেজ | হল. বি ওয়ালিস | [19] |
১৯৭০-এর দশক
বছর | চলচ্চিত্র | পরিচালক | তথ্যসূত্র |
---|---|---|---|
১৯৭০ | লাভ স্টোরি | হাউয়ার্ড জি. মিন্স্কি | [20] |
১৯৭১ | দ্য ফ্রেঞ্চ কানেকশন | ফিলিপ ডিঅ্যান্থনি | [21] |
১৯৭২ | দ্য গডফাদার | আলবার্ট এস. রুডি | [22] |
১৯৭৩ | দি এক্সরসিস্ট | উইলিয়াম পিটার ব্ল্যাটি | [23] |
১৯৭৪ | চায়নাটাউন | রবার্ট ইভান্স | [24] |
১৯৭৫ | ওয়ান ফ্লু ওভার দ্য কাকুস নেস্ট | মাইকেল ডগলাস | [25] |
১৯৭৬ | রকি | রবার্ট শার্টফ, আরভিন উইঙ্কলার | [26] |
১৯৭৭ | দ্য টার্নিং পয়েন্ট | আর্থার লরেন্টস | [27] |
১৯৭৮ | মিডনাইট এক্সপ্রেস | অ্যালান মার্শাল | [28] |
১৯৭৯ | ক্রেমার ভার্সাস ক্রেমার | স্ট্যানলি আর. জেফি | [29] |
১৯৮০-এর দশক
বছর | চলচ্চিত্র | প্রযোজক | তথ্যসূত্র |
---|---|---|---|
১৯৮০ | অর্ডিনারি পিপল | রোনাল্ড এল. শোয়ারি | [30] |
১৯৮১ | অন গোল্ডেন পন্ড | ব্রুস গিলবার্ট | [31] |
১৯৮২ | ই.টি. দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল | স্টিভেন স্পিলবার্গ | [32] |
১৯৮৩ | টার্মস অব এনডিয়ারমেন্ট | জেমস এল. ব্রুকস | [33] |
১৯৮৪ | আমাডেয়ুস | সউল জায়েনৎজ | [34] |
১৯৮৫ | আউট অব আফ্রিকা | সিডনি পোলক | [35] |
১৯৮৬ | প্ল্যাটুন | আরনল্ড কোপেলসন | [36] |
১৯৮৭ | দ্য লাস্ট এম্পেরার | জেরেমি টমাস | [37] |
১৯৮৮ | রেইন ম্যান | মার্ক জনসন | [38] |
১৯৮৯ | বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই | এ. কিটম্যান হো | [39] |
১৯৯০-এর দশক
বছর | চলচ্চিত্র | প্রযোজক | তথ্যসূত্র |
---|---|---|---|
১৯৯০ | ড্যান্সেস উইথ উলভ্স | জিম উইলসন, কেভিন কসনার | [40] |
১৯৯১ | বাগ্সি | ওয়ারেন বিটি | [41] |
১৯৯২ | সেন্ট অব আ ওম্যান | মার্টিন ব্রেস্ট | [42] |
১৯৯৩ | শিন্ডলার্স লিস্ট | স্টিভেন স্পিলবার্গ | [43] |
১৯৯৪ | ফরেস্ট গাম্প | ওয়েন্ডি ফিনারম্যান | [44] |
১৯৯৫ | সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি | লরি বোর্গ | [45] |
১৯৯৬ | দি ইংলিশ পেশন্ট | সউল জায়েনৎজ | [46] |
১৯৯৭ | টাইটানিক | জেমস ক্যামেরন, জন ল্যান্ডাউ | [47] |
১৯৯৮ | সেভিং প্রাইভেট রায়ান | স্টিভেন স্পিলবার্গ | [48] |
১৯৯৯ | আমেরিকান বিউটি | ব্রুস কোহেন | [49] |
২০০০-এর দশক
বছর | চলচ্চিত্র | প্রযোজক | তথ্যসূত্র |
---|---|---|---|
২০০০ | গ্ল্যাডিয়েটর | ডগলাস উইক | [50] |
২০০১ | আ বিউটিফুল মাইন্ড | ব্রায়ান গ্রেজার | [51] |
২০০২ | দি আওয়ার্স | রবার্ট ফক্স, স্কট রুডিন | [52] |
২০০৩ | দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং | পিটার জ্যাকসন, ব্যারি এস. ওসবর্ন, ফ্রান ওয়ালস | [53] |
২০০৪ | দি অ্যাভিয়েটর | মাইকেল মান | [54] |
২০০৫ | ব্রোকব্যাক মাউন্টেইন | ডায়ান ওসানা | [55] |
২০০৬ | বাবেল | স্টিভ গলিন | [56] |
২০০৭ | অ্যাটোনমেন্ট | টিম বেভান | [57] |
২০০৮ | স্লামডগ মিলিয়নিয়ার | ক্রিশ্চিয়ান কলসন | [58] |
২০০৯ | অ্যাভাটার | জেমস ক্যামেরন, জন ল্যান্ডাউ | [59] |
২০১০-এর দশক
বছর | চলচ্চিত্র | প্রযোজক | তথ্যসূত্র |
---|---|---|---|
২০১০ | দ্য সোশ্যাল নেটওয়ার্ক | স্কট রুডিন, ডানা ব্রুনেত্তি, মাইকেল ডি লুকা | [60] |
২০১১ | দ্য ডিসেনডেন্টস্ | জিম বার্ক, আলেকজান্ডার পেইন, জিম টেইলর | [61] |
২০১২ | আর্গো | বেন অ্যাফ্লেক, জর্জ ক্লুনি, গ্রান্ট হেসলভ | [62] |
২০১৩ | টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ | ব্র্যাড পিট, ডিডি গার্ডেনার, জেরেমি ক্লেইনার, আরনন মিলচান, স্টিভ ম্যাককুইন | [63] |
২০১৪ | বয়হুড | রিচার্ড লিংকলেটার, ক্যাথলিন সাটারনল্যান্ড | [64] |
২০১৫ | দ্য রেভেন্যান্ট | স্টিভ গলিন, আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু, আরনন মিলচান, ম্যারি পেরেন্ট | [65] |
২০১৬ | মুনলাইট | ডিডি গার্ডেনার, জেরেমি ক্লেইনার, অ্যাডেল রোমান্স্কি | [66] |
২০১৭ | থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি | মার্টিন মাকডনা | [67] |
কল মি বাই ইওর নেম | পিটার স্পেয়ারস, লুকা গাদাগনিনো, এমিলি জর্জ, রদ্রিগো তেইক্সেইরা, মার্কো মোরাবিতো, জেমস আইভরি, হাওয়ার্ড রোজম্যান | ||
ডানকার্ক | ক্রিস্টোফার নোলান, এমা টমাস | ||
দ্য পোস্ট | স্টিভেন স্পিলবার্গ, ক্রিস্টি ম্যাকস্কো ক্রিগার, অ্যামি পাসকেল | ||
দ্য শেপ অব ওয়াটার | গিয়ের্মো দেল তোরো, জে. মিলস ডেল | ||
২০১৮ | বোহিমিয়ান র্যাপসোডি | গ্রাহাম কিং, জিম বিচ | [68] |
আ স্টার ইজ বর্ন | বিল গার্বার, ব্র্যাডলি কুপার, লিনেট হাওয়েল টেলর | ||
ইফ বিয়াল স্ট্রিট কুড টক | আদেল রোমান্স্কি, সারা মার্ফি, ব্যারি জেনকিন্স, ডিড গার্ডনার, জেরেমি ক্লেইনার | ||
ব্ল্যাকক্লান্সম্যান | শন ম্যাকিট্রিক, জেসন ব্লুম, রেমন্ড ম্যান্সফিল্ড, শন রেডিক, জর্ডান পিল, স্পাইক লি | ||
ব্ল্যাক প্যান্থার | কেভিন ফেইজ | ||
২০১৯ | দি আইরিশম্যান | মার্টিন স্কোরসেজি, রবার্ট ডি নিরো, জেন রোজেনথাল, এমা টিলিঞ্জার কস্ফফ, আরউইন উইঙ্কলার, জেরাল্ড শামালেস, গ্যাস্টন পাভলোভিচ, র্যান্ডাল এমেট, গাব্রিয়েল ইসারিলোভিচি | [69] |
জোকার | টড ফিলিপস, ব্র্যাডলি কুপার, এমা টিলিঞ্জার কস্কফ | ||
নাইনটিন সেভেনটিন | স্যাম মেন্ডেজ, পিপ্পা হ্যারিস, জেন-অ্যান টেংগ্রেন, কালাম ম্যাকডুগাল, ব্রায়ান অলিভার | ||
দ্য টু পোপস | ড্যান লিন, জোনাথন এইরিচ, ট্রেসি সিওয়ার্ড | ||
ম্যারিজ স্টোরি | ডেভিড হেম্যান, নোয়া বমবাচ | ||
আরও দেখুন
- শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা চলচ্চিত্র - সঙ্গীতধর্মী বা কমেডি)
- বাফটা পুরস্কার (সেরা চলচ্চিত্র)
তথ্যসূত্র
- "Winners & Nominees 1952"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1953"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1954"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1955"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1956"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1957"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1958"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1959"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1960"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1961"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1962"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1963"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1964"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1965"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1966"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1967"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1968"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1969"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1970"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1971"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1972"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1973"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1974"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1975"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1976"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1977"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1978"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1979"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1980"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1981"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1982"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1983"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1984"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1985"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1986"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1987"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1988"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1989"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1990"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1991"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1992"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1993"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1994"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1995"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1996"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1997"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1998"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 1999"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 2000"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 2001"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 2002"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 2003"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 2004"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 2005"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 2006"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 2007"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 2008"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 2009"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 2010"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 2011"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 20112"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 2013"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 2014"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 201"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 2016"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 2017"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- "Winners & Nominees 2018"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮।
- "Golden Globes 2019: See the full winners list"। এন্টারটেইনমেন্ট উয়িকলি (ইংরেজি ভাষায়)। ৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯।
- "Winners & Nominees 2020"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.