গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা মৌলিক গান)

সেরা মৌলিক গানের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার, যা বছরের সেরা চলচ্চিত্র পার্শ্ব অভিনেতার জন্য প্রদান করা হয়। ১৯৬২ সাল থেকে এই চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে আসছে।

গোল্ডেন গ্লোব পুরস্কার সেরা মৌলিক গান
পুরষ্কারের কারণচলচ্চিত্রের সেরা মৌলিক গান রচনার জন্য
অবস্থানযুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত১৯৬২
(১৯৬১-এর চলচ্চিত্রের জন্য)
সর্বশেষ পুরস্কৃত২০১৯
(২০১৮-এর চলচ্চিত্রের জন্য)
বর্তমানে আধৃতলেডি গাগা, মার্ক রনসন, অ্যান্টনি রসোমান্ডোঅ্যান্ড্রু ওয়াইট
(আ স্টার ইজ বর্ন (২০১৮)-এর "শ্যালো" গানের জন্য)
ওয়েবসাইটgoldenglobes.com

বিজয়ী ও মনোনীতদের তালিকা

  • "†" শ্রেষ্ঠ মৌলিক গানের জন্য একাডেমি পুরস্কার বিজয়ী।
  • "‡" শ্রেষ্ঠ মৌলিক গানের জন্য একাডেমি পুরস্কার মনোনীত।

১৯৬০-এর দশক

বছর গান মনোনীত চলচ্চিত্র সূত্র
১৯৬১ "টাউন উইদাউট পিটি" ‡ গীত - নেড ওয়াশিংটন; সঙ্গীত - দিমিত্রি তিয়মকিন টাউন উইদাউট পিটি [1]
১৯৬৪ "সার্কাস ওয়ার্ল্ড" গীত - নেড ওয়াশিংটন; সঙ্গীত - দিমিত্রি তিয়মকিন সার্কাস ওয়ার্ল্ড [2]
১৯৬৫ "ফরগেট ডোমানি" গীত - নরমান নিওয়েল; সঙ্গীত - রিজ অর্টোলানি দ্য ইয়েলো রোলস-রয়েস [3]
১৯৬৬ "স্ট্রেঞ্জার্স ইন দ্য নাইট" গীত - চার্লস সিঙ্গলটন, এডি স্নাইডার; সঙ্গীত - বার্ট কেম্পফার্ট আ ম্যান কুড গেট কিলড [4]
১৯৬৭ "ইফ এভার আই উড লিভ ইউ" গীত - অ্যালান যে লার্নার; সঙ্গীত - ফ্রেডরিক লোই কেমলট [5]
১৯৬৮ "দ্য উইন্ডমিলস অব ইওর মাইন্ড" গীত - অ্যালান ও ম্যারিলিন বার্গম্যান; সঙ্গীত - মিচেল লেগ্রান্ড দ্য টমাস ক্রাউন অ্যাফেয়ার [6]
১৯৬৯ "জিন" গীত ও সঙ্গীত - রড ম্যাকুয়েন দ্য প্রাইম অব মিস জিন ব্রডি [7]

তথ্যসূত্র

  1. "Winners & Nominees 1962"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮
  2. "Winners & Nominees 1965"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮
  3. "Winners & Nominees 1966"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮
  4. "Winners & Nominees 1967"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮
  5. "Winners & Nominees 1968"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮
  6. "Winners & Nominees 1969"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮
  7. "Winners & Nominees 1970"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

টেমপ্লেট:শ্রেষ্ঠ মৌলিক গানের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.