গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র)

সেরা অ্যানিমেশন চলচ্চিত্রের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার, যা বছরের সেরা অ্যানিমেশন চলচ্চিত্রের জন্য প্রদান করা হয়। ২০০৭ সাল থেকে এই চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে আসছে।

গোল্ডেন গ্লোব পুরস্কার সেরা অ্যানিমেশন চলচ্চিত্র
পুরষ্কারের কারণসেরা অ্যানিমেশন চলচ্চিত্র
অবস্থানযুক্তরাষ্ট্র
দেশমার্কিন যুক্তরাষ্ট্র 
পুরস্কারদাতাহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত২০০৭
সর্বশেষ পুরস্কৃত২০১৯
বর্তমানে আধৃতস্পাইডার-ম্যান: ইন্টু দ্য স্পাইডার-ভার্স (২০১৮)
ওয়েবসাইটhttp://www.goldenglobes.com/

বিজয়ী ও মনোনীতদের তালিকা

  • গাঢ় বর্ণের চলচ্চিত্রসমূহ গোল্ডেন গ্লোব বিজয়ী নির্দেশ করে।
  • "†" একাডেমি পুরস্কার বিজয়ী।
  • "‡" একাডেমি পুরস্কার মনোনীত।

২০০০-এর দশক

বছর চলচ্চিত্র প্রযোজক প্রযোজনা সংস্থা তথ্যসূত্র
২০০৬ কারস জন ল্যাসেটার ওয়াল্ট ডিজনি পিকচার্স, পিক্সার অ্যানিমেশন স্টুডিওজ [1]
হ্যাপি ফিট জর্জ মিলার ভিলেজ রোডশো পিকচার্স, অ্যানিমেল লজিক, কেনেডি মিলার প্রডাকশন্স
মনস্টার হাউজ গিল কেনান ইমেজমোভার্স, অ্যাম্বলিন এন্টারটেইনমেন্ট, রিলেটিভিটি মিডিয়া
২০০৭ র‍্যাটাটুই ব্র্যাড বার্ড ওয়াল্ট ডিজনি পিকচার্স, পিক্সার অ্যানিমেশন স্টুডিওজ [2]
বি মুভি সিমন জে. স্মিথস্টিভ হিকনার ড্রিমওয়ার্কস অ্যানিমেশন
দ্য সিমসন্‌স মুভি ডেভিড সিলভারম্যান টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স অ্যানিমেশন, গ্রাসি ফিল্মস
২০০৮ ওয়াল-ই অ্যান্ড্রু স্ট্যান্টন ওয়াল্ট ডিজনি পিকচার্স, পিক্সার অ্যানিমেশন স্টুডিওজ [3]
বোল্ট ক্রিস উইলিয়ামসবায়রন হাউয়ার্ড ওয়াল্ট ডিজনি পিকচার্স
কুং ফু পান্ডা মার্ক ওসবর্নজন স্টিভেনসন ড্রিমওয়ার্কস অ্যানিমেশন
২০০৯ আপ পিট ডক্টের ওয়াল্ট ডিজনি পিকচার্স, পিক্সার অ্যানিমেশন স্টুডিওজ [4]
ক্লাউডি উইথ আ চান্স অফ মিটবলস্‌ ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার সনি পিকচার্স অ্যানিমেশন
কোরালিন হেনরি সিলিক লাইকা, পেন্ডুলিয়াম
ফ্যান্টাস্টিক মিস্টার ফক্স ওয়েস অ্যান্ডারসন ফক্স অ্যানিমেশন স্টুডিওজ
দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ রন ক্লিমেন্টসজন মাস্কার ওয়াল্ট ডিজনি স্টুডিওজ

২০১০-এর দশক

বছর চলচ্চিত্র প্রযোজক প্রযোজনা সংস্থা তথ্যসূত্র
২০১০ টয় স্টোরি ৩ লি উঙ্করিক ওয়াল্ট ডিজনি পিকচার্স, পিক্সার অ্যানিমেশন স্টুডিওজ [5]
ডেসপিকেবল মি পিঁয়ের কফিন ও ক্রিস রেনো ইলুমিনেশন এন্টারটেইনমেন্ট
হাউ টু ট্রেইন ইউর ড্রাগন ক্রিস স্যান্ডারসডিন ডিব্লোইস ড্রিমওয়ার্কস অ্যানিমেশন
দ্য ইলুশনিস্ট সিলভেইন কমেট জ্যাঙ্গো ফিল্মস
ট্যাঙ্গেল্‌ড নাথান গ্রেনো ও বায়রন হাউয়ার্ড ওয়াল্ট ডিজনি স্টুডিওজ
২০১১ দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন স্টিভেন স্পিলবার্গ নিকেলডিও মুভিজ, অ্যাম্বলিন এন্টারটেইনমেন্ট, উইংনাট ফিল্মস [6]
আর্থার ক্রিসমাস সারাহ স্মিথ আর্ডম্যান অ্যানিমেশন, সনি পিকচার্স অ্যানিমেশন
কারস ২ জন ল্যাসেটার ওয়াল্ট ডিজনি পিকচার্স, পিক্সার অ্যানিমেশন স্টুডিওজ
পুজ ইন বুট্‌স ক্রিস মিলার ড্রিমওয়ার্কস অ্যানিমেশন
র‍্যাঙ্গো গোর ভার্বিন্‌স্কি নিকেলডিও মুভিজ, জেকে ফিল্মস, ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড ম্যাজিক
২০১২ ব্রেভ মার্ক অ্যান্ড্রুজব্রেন্ডা চ্যাপম্যান ওয়াল্ট ডিজনি পিকচার্স, পিক্সার অ্যানিমেশন স্টুডিওজ [7]
ফ্রাঙ্কেনউইনি টিম বার্টন ওয়াল্ট ডিজনি পিকচার্স, টিম বার্টন প্রডাকশন্স
হোটেল ট্রানসিলভানিয়া গেন্ডি টার্টাকভস্কি সনি পিকচার্স অ্যানিমেশন
রাইজ অফ গার্ডিয়ান্স পিটার রামসি ড্রিমওয়ার্কস অ্যানিমেশন
রেক-ইট আপ রিক মুর ওয়াল্ট ডিজনি পিকচার্স, ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওজ
২০১৩ ফ্রোজেন ক্রিস বাকজেনিফার লি ওয়াল্ট ডিজনি পিকচার্স, ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওজ [8]
দ্য ক্রুডস কির্ক ডেমিকো ও ক্রিস স্যান্ডারস ড্রিমওয়ার্কস অ্যানিমেশন
ডেসপিকেবল মি ২ পিঁয়ের কফিন ও ক্রিস রেনো ইলুমিনেশন এন্টারটেইনমেন্ট
২০১৪ হাউ টু ট্রেইন ইউর ড্রাগন ২ ডিন ডিব্লোইস ড্রিমওয়ার্কস অ্যানিমেশন [9]
বিগ হিরো সিক্স ডন হাল ও ক্রিস উইলিয়ামস ওয়াল্ট ডিজনি পিকচার্স, ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওজ
দ্য বুক অফ লাইফ ইয়র্গ গুতিয়েরেজ রিল এফএক্স ক্রিয়েটিভ স্টুডিওজ, টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স অ্যানিমেশন
দ্য বক্সট্রল্‌স গ্রাহাম অ্যানাবলআন্থনি স্টাচ্চি লাইকা
দ্য লেগো মুভি ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার ভিলেজ রোডশো মুভিজ, লেগো সিস্টেম, ভার্টিগো এন্টারটেইনমেন্ট, ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশন
২০১৫ ইনসাইড আউট পিট ডক্টের ওয়াল্ট ডিজনি পিকচার্স, পিক্সার অ্যানিমেশন স্টুডিওজ [10]
অ্যানোমালিসা চার্লি কফম্যানডিউক জনসন স্টারবার্ন ইন্ডাস্ট্রি, স্নট ফিল্মস
দ্য গুড ডাইনোসর পিটার সন ওয়াল্ট ডিজনি পিকচার্স, পিক্সার অ্যানিমেশন স্টুডিওজ
দ্য পিনাট্‌স মুভি স্টিভ মার্টিনো ব্লু স্কাই স্টুডিওজ, টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স অ্যানিমেশন, পিনাট ওয়ার্ল্ডওয়াইড, ফেইকো এন্টারটেইনমেন্ট
শন দ্য শিপ মুভি রিচার্ড স্টারজ্যাকমার্ক বার্টন আর্ডম্যান অ্যানিমেশনস
২০১৬ জুটোপিয়া বায়রন হাউয়ার্ডরিক মুর ওয়াল্ট ডিজনি পিকচার্স, ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওজ [11]
কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস ট্রেভিস নাইট লাইকা
মোয়ানা রন ক্লিমেন্টসজন মাস্কার ওয়াল্ট ডিজনি পিকচার্স, ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওজ
মাই লাইফ অ্যাজ অ্যা কর্গেট ক্লদ বারাস রন-আল্পস ফিল্মস
সিং গার্থ জেনিংস ইলুমিনেশন এন্টারটেইনমেন্ট
২০১৭ কোকো লি উঙ্করিখ ওয়াল্ট ডিজনি পিকচার্স, পিক্সার অ্যানিমেশন স্টুডিওজ [12]
ফার্ডিনান্ড কার্লোস সালডানহা ব্ল স্কাই স্টুডিওজ, টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স অ্যানিমেশন, ডেভিস এন্টারটেইনমেন্ট
দ্য বস বেবি টম ম্যাকগ্রা ড্রিমওয়ার্কস অ্যানিমেশন
দ্য ব্রিডউইনার নোরা টুমে কার্টুন সেলুন, টেলিফিল্ম কানাডা
লাভিং ভিনসেন্ট ডরটা কোবেইয়া, হিউ ওয়েলচম্যান ব্রেকথ্রু প্রডাকশন, ট্রেডমার্ক ফিল্মস
২০১৮ স্পাইডার-ম্যান: ইন্টু দ্য স্পাইডার-ভার্স বব পার্সিচেত্তি, পিটার র‍্যামজি, রডনি রথম্যান কলাম্বিয়া পিকচার্স, সনি পিকচার্স অ্যানিমেশন, মার্ভেল এন্টারটেইনমেন্ট [13]
আইল অব ডগস্‌ ওয়েস অ্যান্ডারসন স্টুডিও বাবেলসবার্গ, ইন্ডিয়ান পেইন্টব্রাশ, আমেরিকান এম্পিরিক্যাল পিকচার্স
ইনক্রেডিবলস টু ব্র্যাড বার্ড ওয়াল্ট ডিজনি পিকচার্স, পিক্সার অ্যানিমেশন স্টুডিওজ
মিরাই মামোরু হসোদা স্টুডিও চিজু
রাফ ব্রেকস দি ইন্টারনেট রিচ মুর ও ফিল জনস্টন ওয়াল্ট ডিজনি পিকচার্স, ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওজ
২০১৯ টয় স্টোরি ৪ জশ কুলি ওয়াল্ট ডিজনি পিকচার্স, পিক্সার অ্যানিমেশন স্টুডিওজ [14]
ফ্রোজেন টু ক্রিস বাক ও জেনিফার লি ওয়াল্ট ডিজনি পিকচার্স, ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওজ
মিসিং লিংক ক্রিস বাটলার অন্নপূর্ণা পিকচার্স, লাইকা
দ্য লায়ন কিং জন ফাভরো ওয়াল্ট ডিজনি পিকচার্স, ফেয়ারভিউ এন্টারটেইনমেন্ট
হাউ টু ট্রেন ইওর ড্রাগন: দ্য হিডেন ওয়ার্ল্ড ডিন ডিব্লোইস ড্রিমওয়ার্কস অ্যানিমেশন

আরও দেখুন

  • শ্রেষ্ঠ অ্যানিমেটেড চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার
  • বাফটা পুরস্কার (সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র)

তথ্যসূত্র

  1. "Winners & Nominees 2007"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৭
  2. "Winners & Nominees 2008"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৭
  3. "Winners & Nominees 2009"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৭
  4. "Winners & Nominees 2010"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৭
  5. "Winners & Nominees 2011"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৭
  6. "Winners & Nominees 20112"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৭
  7. "Winners & Nominees 2013"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৭
  8. "Winners & Nominees 2014"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৭
  9. "Winners & Nominees 201"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৭
  10. "Winners & Nominees 2016"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৭
  11. "Winners & Nominees 2017"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৭
  12. "Winners & Nominees 2018"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮
  13. "Golden Globes 2019: See the full winners list"এন্টারটেইনমেন্ট উয়িকলি (ইংরেজি ভাষায়)। ৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯
  14. "Winners & Nominees 2020"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

টেমপ্লেট:শ্রেষ্ঠ অ্যানিমেশন চলচ্চিত্রের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.