ওয়াল-ই

ওয়াল-ই (ইংরেজি: WALL-E) ২০০৮-এ মুক্তি পাওয়া আমেরিকান সিজিআই সায়ন্স ফিক্সন হাস্যকৌতুকমুলক অ্যানিমেশন চলচ্চিত্র যা প্রযোজনা করেছে পিক্সার অ্যানিমেশন স্টুডিও এবং পরিচালনা করেছেন এন্ড্রু স্টান্টন। এই চলচ্চিত্রটি মূলত ওয়াল-ই নামের একটি রোবটকে নিয়ে যাকে প্রোগ্রাম করা হয়েছে আবর্জনা পরিষ্কার করার জন্য। সে ভালোবাসায় পরে ইভ্‌ নামের এক রোবটের সাথে যাকে মহাকাশ থেকে মানুষেরা পাঠিয়েছে পৃথিবীতে প্রাণের অনুসন্ধানের জন্য। এই কার্যক্রম চলার মধ্যেই ওয়াল-ই ও ইভ্‌ রোমাঞ্চকর অভিযানে জড়িয়ে পরে। ফাইন্ডিং নিমু চলচ্চিত্র তৈরির মাধ্যমেই এন্ড্রু স্টানটন পিক্সারে বিশ্বাসযোগ্যতা অর্জন করেন।

ওয়াল-ই
পোস্টার
পরিচালকএন্ড্রু স্টানটন
প্রযোজকজিম মরিস
চিত্রনাট্যকারএন্ড্রু স্টানটন
জিম রিয়েডোন
কাহিনীকারএন্ড্রু স্টানটন
পিটি ডকটর
শ্রেষ্ঠাংশেবেন বার্ট
এলিসা নাইট
জেফ্‌ গারলিন
ফ্রেড উইলার্ড
জন রাটযেনবারগার
ক্যাথি নাজিমী
সিগুনি ওয়েভার
মেশিনটক
সুরকারথোমাস নিউম্যান
চিত্রগ্রাহকজেরিমি লেসকি
ড্যানিয়েল ফাইনবার্গ
সম্পাদকস্টিফেন শেফার
প্রযোজনা
কোম্পানি
ওয়াল্ট ডিজনি পিকচার্স
পিক্সার অ্যানিমেশন স্টুডিও
পরিবেশকওয়াল্ট ডিজনি স্টুডিওস
মোশন পিকচার্স
মুক্তি
দৈর্ঘ্য৯৮ মিনিট
দেশ যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়১৮ কোটি মার্কিন ডলার[1]
আয়৫২,১৩,১১,৮৬০ মার্কিন ডলার [2]

ওয়াল-ইকে ওয়াল্ট ডিজনি পিকচার্স ২০০৮-এর ২৭ জুন যুক্তরাষ্ট্র ও কানাডায় যৌথভাবে মক্তি দেয়। এটি প্রথম দিনেই ২.৩২ কোটি ডলার এবং প্রথম সপ্তাহে ৬.৩১ কোটি ডলার আয় করে, যা একে বক্স অফিসের র‍্যাঙ্কে ১ নাম্বারে নিয়ে যায়। এটি বক্স অফিসের ৫ম চলচ্চিত্র যা মুক্তির প্রথম সপ্তাহেই এত আয় করে। ওয়াল-ইকেও পিক্সারের অন্যান্য চলচ্চিত্রের মতো একটি স্বল্প দীর্ঘের চলচ্চিত্রের সাথে যুগ্ম ভাবে মুক্তি দেয়া হয়।

কুশীলব

  • বেন বার্ট — ওয়াল-ই
  • এলিসা নাইট — ইভ
  • জেফ গার্লিন — ক্যাপ্টেন বি. ম্যাকক্রিয়া
  • ফ্রেড উইলার্ড — শেলবি ফোর্থনাইট
  • জন রেৎসেনবের্গার — ক্যাথি নাজিমি
  • সিগোর্নি ওয়েভার — অ্যাক্সিওম কম্পিউটারের কণ্ঠ

তথ্যসূত্র

  1. ব্রুক্স বার্নেস (২০০৮-০৬-০১)। "Disney and Pixar: The Power of the Prenup"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ২০০৯-০১-১২
  2. "WALL-E (2008)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.