ওয়াল-ই
ওয়াল-ই (ইংরেজি: WALL-E) ২০০৮-এ মুক্তি পাওয়া আমেরিকান সিজিআই সায়ন্স ফিক্সন হাস্যকৌতুকমুলক অ্যানিমেশন চলচ্চিত্র যা প্রযোজনা করেছে পিক্সার অ্যানিমেশন স্টুডিও এবং পরিচালনা করেছেন এন্ড্রু স্টান্টন। এই চলচ্চিত্রটি মূলত ওয়াল-ই নামের একটি রোবটকে নিয়ে যাকে প্রোগ্রাম করা হয়েছে আবর্জনা পরিষ্কার করার জন্য। সে ভালোবাসায় পরে ইভ্ নামের এক রোবটের সাথে যাকে মহাকাশ থেকে মানুষেরা পাঠিয়েছে পৃথিবীতে প্রাণের অনুসন্ধানের জন্য। এই কার্যক্রম চলার মধ্যেই ওয়াল-ই ও ইভ্ রোমাঞ্চকর অভিযানে জড়িয়ে পরে। ফাইন্ডিং নিমু চলচ্চিত্র তৈরির মাধ্যমেই এন্ড্রু স্টানটন পিক্সারে বিশ্বাসযোগ্যতা অর্জন করেন।
ওয়াল-ই | |
---|---|
![]() পোস্টার | |
পরিচালক | এন্ড্রু স্টানটন |
প্রযোজক | জিম মরিস |
চিত্রনাট্যকার | এন্ড্রু স্টানটন জিম রিয়েডোন |
কাহিনীকার | এন্ড্রু স্টানটন পিটি ডকটর |
শ্রেষ্ঠাংশে | বেন বার্ট এলিসা নাইট জেফ্ গারলিন ফ্রেড উইলার্ড জন রাটযেনবারগার ক্যাথি নাজিমী সিগুনি ওয়েভার মেশিনটক |
সুরকার | থোমাস নিউম্যান |
চিত্রগ্রাহক | জেরিমি লেসকি ড্যানিয়েল ফাইনবার্গ |
সম্পাদক | স্টিফেন শেফার |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ৯৮ মিনিট |
দেশ | ![]() |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ১৮ কোটি মার্কিন ডলার[1] |
আয় | ৫২,১৩,১১,৮৬০ মার্কিন ডলার [2] |
ওয়াল-ইকে ওয়াল্ট ডিজনি পিকচার্স ২০০৮-এর ২৭ জুন যুক্তরাষ্ট্র ও কানাডায় যৌথভাবে মক্তি দেয়। এটি প্রথম দিনেই ২.৩২ কোটি ডলার এবং প্রথম সপ্তাহে ৬.৩১ কোটি ডলার আয় করে, যা একে বক্স অফিসের র্যাঙ্কে ১ নাম্বারে নিয়ে যায়। এটি বক্স অফিসের ৫ম চলচ্চিত্র যা মুক্তির প্রথম সপ্তাহেই এত আয় করে। ওয়াল-ইকেও পিক্সারের অন্যান্য চলচ্চিত্রের মতো একটি স্বল্প দীর্ঘের চলচ্চিত্রের সাথে যুগ্ম ভাবে মুক্তি দেয়া হয়।
কুশীলব
- বেন বার্ট — ওয়াল-ই
- এলিসা নাইট — ইভ
- জেফ গার্লিন — ক্যাপ্টেন বি. ম্যাকক্রিয়া
- ফ্রেড উইলার্ড — শেলবি ফোর্থনাইট
- জন রেৎসেনবের্গার — ক্যাথি নাজিমি
- সিগোর্নি ওয়েভার — অ্যাক্সিওম কম্পিউটারের কণ্ঠ
তথ্যসূত্র
- ব্রুক্স বার্নেস (২০০৮-০৬-০১)। "Disney and Pixar: The Power of the Prenup"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ২০০৯-০১-১২।
- "WALL-E (2008)"। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০৫।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ওয়াল-ই সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
![]() |
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: ওয়াল-ই |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ওয়াল-ই (ইংরেজি)
- টিসিএম চলচিত্র ডেটাবেসে ওয়াল-ই
- ওয়াল-ই - বিগ কার্টুন ডেটাবেজ
- অলমুভিতে ওয়াল-ই (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে ওয়াল-ই (ইংরেজি)
- রটেন টম্যাটোসে ওয়াল-ই (ইংরেজি)
- মেটাক্রিটিকে ওয়াল-ই (ইংরেজি)