জন কার্টার (চলচ্চিত্র)

জন কার্টার (ইংরেজি: John Carter) ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন কল্পবিজ্ঞান চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন এন্ড্রু স্ট্যানটন। লেখক এডগার রাইস বারোজ রচিত কল্পবিজ্ঞান উপন্যাস আ প্রিন্সেস অব মার্সেস অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১২ সালের মার্চ মাসে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে। মুক্তির পরে এটি সমালোচকদের দ্বারা মিশ্র প্রতিক্রিয়া লাভ করে।

জন কার্টার
পরিচালকএন্ড্রু স্ট্যানটন
প্রযোজকজিম মরিস
কলিন উইলসন
লিন্ডসি কলিন
চিত্রনাট্যকারএন্ড্রু স্ট্যানটন
উৎসআ প্রিন্সেস অব মার্স
শ্রেষ্ঠাংশেটেইলর কিট
লিন করিনস
সামান্থা মরটন
মার্ক স্ট্রং
কিরান হিন্দস
ডোমিনিক ওয়েস্ট
জেমস পিউরফয়
উইলিম ডাফোয়
সুরকারমাইকেল গ্যাসিনো
সম্পাদকএরিক জুমব্রুনেন
প্রযোজনা
কোম্পানি
ওয়াল্ট ডিসনি পিকচারস
পরিবেশকওয়াল্ট ডিসনি পিকচারস
মুক্তি৭ মার্চ ১০১২ (ফ্রান্স[1])
৯ মার্চ ২০১২ (যুক্তরাষ্ট্র)
দৈর্ঘ্য১৩২ মিনিট [2]
দেশযুক্তরাষ্ট্র

নির্মাণ ও মুক্তি

জন কার্টার চলচ্চিত্রটি এডগার রাইস বারোজ রচিত কল্পকাহিনীমূলক উপন্যাস আ প্রিন্সেস অব মার্স অবলম্বনে রচিত হয়েছে। নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০১২ সালের ৮ জুন, কিন্তু পরে তারিখ পরিবর্তন করে ২০১২ সালের ৯ মার্চ এর মুক্তি দেওয়া হয়।[3][4]

আরও দেখুন

  • কল্পকাহিনীতে মঙ্গল গ্রহ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.