ওয়েস অ্যান্ডারসন

ওয়েজলি ওয়েল্‌স অ্যান্ডারসন (ইংরেজি: Wesley Wales Anderson; জন্ম: ১লা মে ১৯৬৯) একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক, লেখক এবং প্রযোজক। এছাড়া তিনি টেলিভিশনের জন্য বাণিজ্যিক চলচ্চিত্রও নির্মাণ করেছেন। তার চলচ্চিত্রগুলো ভিন্নধর্মী দৃশ্যায়ন ও বর্ণনাশৈলীর জন্য পরিচিত।[1] অ্যান্ডারসনকে বর্তমান সময়ের ওতোর (রচয়িতা-পরিচালক) হিসেবে গণ্য করা হয়। তিনি তার কাজের জন্য সমালোচকদের নিকট থেকে প্রশংসা অর্জন করেছেন এবং তার পরিচালিত তিনটি চলচ্চিত্র - দ্য রয়্যাল টেনেনবমস, মুনরাইজ কিংডমদ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল বিবিসির ২০১৫ সালের একবিংশ শতাব্দীর সেরা চলচ্চিত্রের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।[2]

ওয়েস অ্যান্ডারসন
ওয়েস অ্যান্ডারসন
জন্ম
ওয়েজলি ওয়েল্‌স অ্যান্ডারসন

(1969-05-01) ১ মে ১৯৬৯
শিক্ষাওয়েস্টচেষ্টার হাই স্কুল
সেন্ট জন'স বিদ্যালয়
যেখানের শিক্ষার্থীইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন
পেশাচিত্র নির্মাতা, চিত্রনাট্যকার
কার্যকাল১৯৯২–বর্তমান
আত্মীয়এরিক চেজ অ্যান্ডারসন (ভাই)

তিনি দ্য রয়্যাল টেনেনবমস, মুনরাইজ কিংডমদ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল চলচ্চিত্রের জন্য তিনবার শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য একাডেমি পুরস্কার মনোনয়ন লাভ করেন। তিনি ফ্যান্ট্যাস্টিক মিস্টার ফক্স-এর জন্য শ্রেষ্ঠ অ্যানিমেটেড চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল চলচ্চিত্রের জন্য তিনি প্রথমবার শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারশ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন।

প্রথম জীবন

ওয়েজলি ওয়েল্‌স অ্যান্ডারসণের জন্ম ১ মে, ১৯৬৯ সালে টেক্সাসের হিউস্টনে[3][4][5]

তথ্যসূত্র

  1. "The Unique Filmmaking Style of Wes Anderson"। The Los Angeles Times। সংগ্রহের তারিখ অক্টোবর ১৮, ২০১৩
  2. "The 21st Century's 100 greatest films"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ২৩ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৯
  3. "Wes Anderson"। Film Reference। ২০১০।
  4. "Wes Anderson"। Yahoo Movies। ২০১০।
  5. "Wes Anderson returns to form with Mr Fox"। Times London। ২০০৯।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.