উডি অ্যালেন

হেউড "উডি" অ্যালেন[1] (ইংরেজি: Woody Allen; জন্ম: ১লা ডিসেম্বর, ১৯৩৫)[2] মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা, কৌতুকাভিনেতা, নাট্যকার এবং জ্যাজ সঙ্গীতজ্ঞ। জীবিত মার্কিন চলচ্চিত্র পরিচালকদের মধ্যে অ্যালেন বিশেষ সম্মানিত। তীব্র নাটকীয়তার সাথে কখনও কখনও স্ক্রুবল সেক্স কমেডির মিশ্রণ তার ছবিগুলোকে অনন্য করেছে। রচনা ও পরিচালনার পাশাপাশি তিনি মূলধারার অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন। তার সিনেমার পেছনে মূল অণুপ্রেরণা হিসেবে কাজ করে সাহিত্য, যৌনতা, দর্শন, মনস্তত্ত্ব, ইহুদি পরিচয়, ইউরোপীয় চলচ্চিত্র এবং নিউ ইয়র্ক সিটি। উল্লেখ্য অ্যালেনের জন্ম নিউ ইয়র্ক সিটিতে এবং জীবনের প্রায় পুরোটা সময়ই এই শহরে কাটিয়েছেন।

উডি অ্যালেন
Woody Allen
২০৬ সালে কান চলচ্চিত্র উৎসবে অ্যালেন
জন্ম
অ্যালান স্টুয়ার্ট কনিগ্‌সবার্গ

(1935-12-01) ১ ডিসেম্বর ১৯৩৫
ব্রুকলিন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
কার্যকাল১৯৫০ - বর্তমান
দাম্পত্য সঙ্গী
  • হার্লিন সুসান রোসেন (বি. ১৯৫৬; বিচ্ছেদ. ১৯৬২)
  • লুই লাসে (বি. ১৯৬৬; বিচ্ছেদ. ১৯৭০)
  • সুন-ইয়ি প্রেভিন (বি. ১৯৯৭)
সঙ্গী
সন্তান
৫:
  • মোসেস ফ্যারো (পুত্র)
  • রোনান ফ্যারো (পুত্র)
আত্মীয়লেটি অ্যারনসন (বোন)
পুরস্কারপূর্ণ তালিকা
কৌতুকাভিনয় কর্মজীবন
মাধ্যমস্ট্যান্ড-আপ, চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চনাটক, বই
ধরনObservational comedy, ব্যঙ্গ, ব্ল্যাক কমেডি, self-deprecation, deadpan
স্বাক্ষর
ওয়েবসাইটwoodyallen.com

অ্যালেন তার কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তিনি চারবার একাডেমি পুরস্কার লাভ করেন, এর মধ্যে তিনবার শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য এবং একবার শ্রেষ্ঠ পরিচালনার জন্য। তিনি নয়বার বাফটা পুরস্কার লাভ করেন। তার রচিত অ্যানি হল চলচ্চিত্রের চিত্রনাট্যকে রাইটার্স গিল্ড অব আমেরিকা "১০১ কৌতুকপূর্ণ চিত্রনাট্য" তালিকায় সবচেয়ে কৌতুকপূর্ণ চিত্রনাট্যের স্বীকৃতি দিয়েছে।[3] ২০১১ সালে পিবিএস আমেরিকান মাস্টার্স টেলিভিশন ধারাবাহিকে তার চলচ্চিত্র জীবনী নিয়ে নির্মিত "উডি অ্যালেন: অ্যা ডকুমেন্টারি" প্রচার করে।

চলচ্চিত্রের তালিকা ও পুরস্কার

তথ্যসূত্র

  1. "Woody Allen"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭
  2. Lax, Eric (১৯৯১)। "Woody Allen: A Biography"Woody Allen: A Biography (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭
  3. McNary, Dave (নভেম্বর ১১, ২০১৫)। "'Annie Hall' Named Funniest Screenplay by WGA Members"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭

বহিঃসংযোগ

টেমপ্লেট:উডি অ্যালেন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.