ভানেসা রেডগ্রেভ
ভানেসা রেডগ্রেভ সিবিই (ইংরেজি: Vanessa Redgrave; জন্ম: ৩০শে জানুয়ারি ১৯৩৭) হলেন একজন ইংরেজ অভিনেত্রী ও রাজনৈতিক কর্মী। তিনি চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে একটি একাডেমি পুরস্কার, টেলিভিশন অভিনয়ের জন্য দুটি এমি পুরস্কার এবং মঞ্চে অভিনয়ের জন্য একটি টনি পুরস্কার লাভ করেন। ফলে তিনি অভিনয়ের ত্রিমুকুট বিজয়ী অভিনয়শিল্পীদের একজন। এছাড়া তিনি দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি বাফটা পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেছেন। ২০০৩ সালে তার নাম আমেরিকান থিয়েটার হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়[1] এবং ২০১০ সালে তাকে বাফটা ফেলোশিপ প্রদান করা হয়।[2]

ভানেসা অভিনয়শিল্পী পরিবার রেডগ্রেভ পরিবারের একজন। তিনি স্যার মাইকেল রেডগ্রেভ ও লেডি রেডগ্রেভের (অভিনেত্রী র্যাচেল কেম্পসন) কন্যা এবং লিন রেডগ্রেভ ও করিন রেডগ্রেভের বোন। পরিচালক টনি রিচার্ডসনের প্রাক্তন স্ত্রী এবং নাতাশা রিচার্ডসন ও জোয়েলি রিচার্ডসনের মাতা, ব্রিটিশ অভিনেত্রী জেমা রেডগ্রেভের ফুফু এবং অভিনেতা লিয়াম নিসনের শ্বাশুড়ি।
তথ্যসূত্র
- "Theater honors put women in the spotlight"। পিটার্সবার্গ পোস্ট গেজেট। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৮।
- "Vanessa Redgrave to Receive Fellowship"। বাফটা (ইংরেজি ভাষায়)। ১১ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ভানেসা রেডগ্রেভ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজ ভানেসা রেডগ্রেভ (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে ভানেসা রেডগ্রেভ
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে ভানেসা রেডগ্রেভ
(ইংরেজি) - টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে ভানেসা রেডগ্রেভ
(ইংরেজি)
ভানেসা রেডগ্রেভ গৃহীত পুরস্কারসমূহ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
টেমপ্লেট:বাফটা পুরস্কার শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী
|
কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ |
|
---|